scorecardresearch
 
Advertisement

Weather Report: বৃষ্টির সঙ্গে কমবে তাপমাত্রাও, কবে থেকে ? জানুন পূর্বাভাস

Weather Report: বৃষ্টির সঙ্গে কমবে তাপমাত্রাও, কবে থেকে ? জানুন পূর্বাভাস

আর বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা কমবে। ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। ১১ ডিসেম্বরের পর কলকাতার রাতের তাপমাত্রা ১৯ এর কোঠায় নামবে। জেলায় বিশেষত পশ্চিমাঞ্চলের জেলায় ১৫ এর ঘরে নামবে রাতের তাপমাত্রা। মিধলি এবং মিগজাউম নামে প্রায় পরপর দুটি ঘূর্ণিঝড় এবার শীতের পথে কাঁটা ছিল। আপাতত সেরকম কোনো বাধা নেই। ফলে উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠাণ্ডা হাওয়া প্রবেশের পথ আপাতত অবাধ। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গড় তাপমাত্রা এবার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা। নভেম্বরে গড় তাপমাত্রা ২০২৩ সালে স্বাভাবিকের থেকে বেশিই ছিল। জানালেন, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা।

Advertisement