দশমীর বিষাদ বাগবাজারে। সকাল থেকেই সিঁদুর খেলা ও মিষ্টিমুখে দশমীকে বরণ করছেন সকলে। বাগবাজারের পুজো ঐতিহাসিক। বহু গর্বের ইতিহাস জড়িয়ে রয়েছে এই পুজোর সঙ্গে। দেখুন বাগাবাজারে কেমন চলল সিঁদুরখেলা।