Advertisement
লাইফস্টাইল

Jeera Aloo: জিরে আলু, রুটি বা লুচি-পরোটার সঙ্গে সেরা তরকারি

আজ আলু
  • 1/10

আজ আলু দিয়ে একটি সহজ তরকারির রেসিপি পাবেন। এর সমস্ত উপকরণ বাড়িতেই থাকে। 
 

শুধু তাই নয়।
  • 2/10

শুধু তাই নয়। এটি বানাতে খুব কম সময় লাগে। লুচি বা রুটির ময়দা মাখতে মাখতেই বানিয়ে ফেলতে পারবেন।

আলু ছোট করে
  • 3/10

প্রথমে আলু ছোট করে কেটে নিন। তারপর ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

Advertisement
পদটি প্রেসার কুকারে
  • 4/10

এই পদটি প্রেসার কুকারে রান্না করলে সবচেয়ে দ্রুত হবে। তবে কড়াইতেও করতে পারেন।

সর্ষের তেল
  • 5/10

সর্ষের তেল হালকা গরম করুন। এবার তাতে বেশ খানিকটা গোটা সাদা জিরে দিন। সাধারণ তরকারির থেকে কিছুটা বেশিই দেবেন। 

 গোটা শুকনো লঙ্কা
  • 6/10


এরপর বীজ ফেলে দেওয়া গোটা শুকনো লঙ্কা দিন। কেটে রাখা আলু ঢেলে দিন।

 হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  • 7/10

এরপর হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও বেশ খানিকটা জিরে গুঁড়ো দিন। মশলা দেওয়ার পর আলু নাড়াচাড়া করুন। একটু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন।

Advertisement
মিহি করে কুঁচিয়ে রাখা টমেটো
  • 8/10

এরপর মিহি করে কুঁচিয়ে রাখা টমেটো দিন। টমেটো না থাকলে ১ চামচ ভিনিগারও দিতে পারেন

আন্দাজ মতো
  • 9/10

আন্দাজ মতো নুন মিষ্টি দিন। এরপর জল দিন। তরকারি ঝোল-ঝোল না শুকনো চাইছেন, তার উপর জলের পরিমাণ নির্ভর করছে। 

প্রেসার কুকারের ঢাকনা
  • 10/10

এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে একটি সিটি। ব্যাস! আপনার জিরে আলু তৈরি।

Advertisement