Advertisement
লাইফস্টাইল

Paneer Tikka Masala Recipe: সন্ধ্যায় মেহফিল জমবে সুস্বাদু পনির টিক্কা মশালা, ঘরেই দ্রুত বানান এভাবে

পনির টিক্কা
  • 1/8

Paneer Tikka Masala Recipe: শীতে চটপট খাবারের মধ্যে দারুণ যায় পনির টিক্কা। নিরামিষের দিনেও দিব্যি খাওয়া যায়। আবার আমিষের দিনেও খেতে পারেন। শুধু পেঁয়াজ বাদ দিয়ে দিলেই হবে। চলুন রেসিপি শিখে নিই।

পনির টিক্কা
  • 2/8

রেস্তোরাঁয় যে ধোঁয়াটে সুঘ্রাণে ভরা পনির টিক্কা মাসালা খেয়ে মন ভরে যায়, সেটাই ঘরে বানানো যায় মাত্র কিছু সাধারণ উপকরণে। বানানোও খুব সোজা। তবে কায়দাটা খেয়াল রাখতে হবে।

পনির টিক্কা
  • 3/8

প্রথমে পনিরের টুকরো, ক্যাপসিকাম আর পেঁয়াজকে টকদই, বেসন, আদা-রসুন বাটা, লঙ্কা-হলুদ-ধনে-জিরে গুঁড়ো, গরম মশলা আর খানিকটা সর্ষের তেলের সঙ্গে ভালো করে মেখে ম্যারিনেট করতে হবে। অন্তত আধঘণ্টা রেখে দিলেই মশলার স্বাদ ভেতরে ঢুকে যাবে।

Advertisement
পনির টিক্কা
  • 4/8

এরপর ম্যারিনেট করা পনির ও সবজি কাঠিতে গেঁথে গরম তাওয়ায় বা ওভেনে গ্রিল করতে হবে। দু’পাশ সোনালি হয়ে হালকা পোড়া ভাব এলেই আদর্শ টিক্কা তৈরি।

পনির টিক্কা
  • 5/8

চাইলে ধোঁয়াটে সুগন্ধ আনার জন্য গরম কাঠকয়লা বাটিতে রেখে তার উপর খানিক ঘি দিয়ে টিক্কার সঙ্গে ১০ মিনিট ঢেকে রাখা যেতে পারে। এতে রেস্তোরাঁর মতো স্মোকি অ্যারোমা আসবে।

পনির টিক্কা
  • 6/8

গ্রেভি তৈরিও তেমন কঠিন নয়। কড়াইতে তেল গরম করে তেজপাতা-দারুচিনি-এলাচ-লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিন। পেঁয়াজ সোনালি হলে আদা-রসুন বাটা আর টমেটো পিউরি দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না তেল আলাদা হয়।

পনির টিক্কা
  • 7/8

এরপর হলুদ, লঙ্কা, ধনে, জিরে ও গরম মশলা দিয়ে আরও একটু কষে নিন। শেষে গ্রিল করা পনির টিক্কা কড়াইয়ে ছেড়ে হালকা নেড়েচেড়ে দিন।

Advertisement
পনির টিক্কা
  • 8/8

ফ্রেশ ক্রিম দিলে রেস্তোরাঁর মতো ঘন ও মোলায়েম টেক্সচার পাওয়া যায়। ওপর থেকে কসুরি মেথি ও ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন। রুটি, নান বা ভাত সব কিছুর সঙ্গেই জমে এই পনির টিক্কা মশালা।

Advertisement