Advertisement
লাইফস্টাইল

Tandoori Tea Recipe: ধোঁয়া ওঠা তন্দুরি চা বানান বাড়িতেই, রইল পুরো রেসিপি

Tandoori Tea Recipe
  • 1/10

উপকরণ: ১ কাপ জল, চা পাতা, চিনি, চায়ের মশলা গুঁড়ো, ১ কাপ দুধ।

Tandoori Tea Recipe
  • 2/10

মাঝারি আঁচে একটি সসপ্যানে জল গরম করুন। জল ফুটে উঠলে চা, চিনি এবং চা মশলার গুঁড়ো দিয়ে ২-৩ মিনিট রান্না করুন।

Tandoori Tea Recipe
  • 3/10

দ্বিতীয় ধাপে দুধ যোগ করুন এবং আরও ২-৩ মিনিট রান্না করুন। 

Advertisement
Tandoori Tea Recipe
  • 4/10

এবার একটি চা ছাঁকনি ব্যবহার করে চা ছেঁকে নিন।

Tandoori Tea Recipe
  • 5/10

চা রান্নার সময় একটি মাটির মগ (কুলহাড়) সরাসরি আঁচে গরম করুন যতক্ষণ না এটি খুব গরম হয়।

Tandoori Tea Recipe
  • 6/10

এর পরের ধাপে চিমটার সাহায্যে এটি ঘুরিয়ে ঘুরিয়ে দিন যাতে এটি চারদিকে সমানভাবে গরম হয়।

Tandoori Tea Recipe
  • 7/10

তারপর গরম মগটি একটি গভীর পাত্রে রাখুন এবং ছেঁকে নেওয়া চা গরম মগে ঢেলে দিন।

Advertisement
Tandoori Tea Recipe
  • 8/10

পরবর্তী স্টেপে দেখবেন চা আগ্নেয়গিরির মতো জোরে বুদবুদ তৈরি করবে। তারপর চা একটি পাত্রে ঢেলে দেবেন।

Tandoori Tea Recipe
  • 9/10

ফেনা কমে গেলে গরম ধোঁয়াটে চা একটি তাজা চায়ের কাপ বা মাটির মগে ঢেলে পরিবেশন করুন।

Tandoori Tea Recipe
  • 10/10

রকমারি চায়ের মধ্যে, তন্দুরি চা এখন বেশ জনপ্রিয়। তবে এবার আর এই স্পেশাল চা খাওয়ার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তন্দুর ছাড়াই বাড়িতে বসে তান্দুরি চা উপভোগ করতে পারবেন। 

Advertisement