Advertisement
লাইফস্টাইল

Cappuccino at Home: বড়লোকি ক্যাফের ক্যাপুচিনো বানান বাড়িতেই! রইল সহজ টেকনিক

ক্যাফেতে এক কাপ
  • 1/10

ক্যাফেতে এক কাপ ক্যাপুচিনোই ১০০ টাকার আশেপাশে দাম। উপরে দুধের ফেনা, তলায় কড়া কফি।
 

এমন সুন্দর
  • 2/10

এমন সুন্দর, ফ্লেভারে ভরপুর কফি বাড়িতেও বানানো সম্ভব। রইল তারই সহজ পদ্ধতি।
 

আধ কাপ
  • 3/10

আধ কাপ জল নিন। সেটি গরম করুন। তবে ফুটন্ত গরম করবেন না।
 

Advertisement
ক চা চামচ কফি
  • 4/10

কাপে এক চা চামচ কফি নিন। স্বাদ মতো চিনি দিন। এবার তাতে গরম জলটা ঢেলে দিন।
 

ভাল করে
  • 5/10

ভাল করে এটি মিশিয়ে নিন। এবার দুধের পালা।আধ কাপ দুধ গরম করুন। ফুটতে দিন।
 

দুধ ফুটে
  • 6/10

দুধ ফুটে এলে একটি বড় স্টিলের গ্লাসে সেটি ঢেলে দিন। এরপর দুধে ফেনা তৈরি করতে হবে।
 

ডিম ফেটানোর
  • 7/10

ডিম ফেটানোর যে কাঁটা হয়, সেটি ব্যবহার করতে হবে। দুই হাতের তালুতে করে হাতলটি জোরে জোরে ঘোরাতে হবে।
 

Advertisement
অনেকটা ডালে কাঁটা
  • 8/10

অনেকটা ডালে কাঁটা দেওয়ার মতো। ১ মিনিট এমন করলেই দেখবেন দুধে ফেনা হয়ে তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। 
 

এরপর গ্লাসটি
  • 9/10

এরপর গ্লাসটি রান্নাঘরের কাউন্টারে কয়েকবার ঢুকে নিন। এতে দুধের ফেনায় বড় বুদবুদগুলি কেটে যাবে।
 

 ধীরে ধীরে গ্লাস
  • 10/10

এরপর ধীরে ধীরে গ্লাস থেকে দুধের মিশ্রণটি কফির কাপে ঢালুন। উপরের অংশে পুরোটাই দুধের ফেনা থাকবে।
 

Advertisement