Advertisement
লাইফস্টাইল

Spinach Mushroom Recipe: রুটি-পরোটা-লুচি বা পোলাওয়ের সঙ্গে এই পদ খেলে বাকি সব ভুলে যাবেন

পালং মাশরুম
  • 1/8

শীতের টাটকা পালং শাক আর মাশরুম, এই দুই উপকরণ একসঙ্গে মানেই আয়রন, প্রোটিন আর ফাইবারের ভালো জোগান। তেল-মশলা কম ব্যবহার করেও যে পদটি দারুণ স্বাদ দিতে পারে, তার সেরা উদাহরণ পালং মাশরুম।

পালং মাশরুম
  • 2/8

কী কী লাগবে (উপকরণ)
মাশরুম: ২৫০ গ্রাম (ধুয়ে মাঝারি টুকরো করা), পালং শাক: ১ আঁটি (ভালো করে ধুয়ে সেদ্ধ করে মিহি বাটা), পেঁয়াজ কুচি: ১টি বড়, আদা-রসুন বাটা: ১ চা-চামচ, টমেটো কুচি: ১টি মাঝারি, কাঁচালঙ্কা: ২-৩টি (চেরা), হলুদ গুঁড়ো: আধ চা-চামচ, জিরে গুঁড়ো: আধ চা-চামচ, ধনে গুঁড়ো: আধ চা-চামচ, গরম মশলা গুঁড়ো: এক চিমটে, ফ্রেশ ক্রিম বা মাখন: ১ টেবিল-চামচ (ঐচ্ছিক), সরষের তেল বা সাদা তেল: প্রয়োজনমতো, নুন ও চিনি: স্বাদ অনুযায়ী।

পালং মাশরুম
  • 3/8

ধাপ ১: মাশরুম ভাজা
কড়াইয়ে অল্প তেল গরম করে মাশরুমে সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন।

Advertisement
পালং মাশরুম
  • 4/8

ধাপ ২: মশলা কষানো
একই কড়াইয়ে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে লালচে হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে ভালো করে কষান।

পালং মাশরুম
  • 5/8

ধাপ ৩: গুঁড়ো মশলা
টমেটো নরম হয়ে গেলে হলুদ, জিরে ও ধনে গুঁড়ো দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা মাশরুম মিশিয়ে দিন।

পালং মাশরুম
  • 6/8

ধাপ ৪: পালংয়ের পালা
এবার পালং শাকের পেস্ট, কাঁচালঙ্কা, নুন ও এক চিমটে চিনি দিয়ে ভালো করে মেশান। ঢেকে অল্প আঁচে ৫-৭ মিনিট রান্না করুন।

পালং মাশরুম
  • 7/8

ধাপ ৫: ফিনিশিং
গ্রেভি ঘন হয়ে এলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো এবং চাইলে ফ্রেশ ক্রিম বা মাখন দিন। একবার নেড়ে নামিয়ে নিলেই তৈরি।

 

 

Advertisement
পালং মাশরুম
  • 8/8

গরম গরম রুটি, তন্দুরি রুটি, পরোটা বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে ওপরে একটু বাটার দিয়ে আরও রেস্টুরেন্ট স্টাইল করা যায়।

Advertisement