scorecardresearch
 
Advertisement

Hilsa vs Chandana: হুবহু ইলিশের মতোই দেখতে এই মাছটি, কিনলে পাক্কা ঠকবেন, VIDEO-তে চিনে নিন

Hilsa vs Chandana: হুবহু ইলিশের মতোই দেখতে এই মাছটি, কিনলে পাক্কা ঠকবেন, VIDEO-তে চিনে নিন

অবিকল ইলিশের মতো দেখতে, বাজারে গিয়ে দরদাম করে একটু সস্তায় বাড়িতে নিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবছেন, বেশ লাভ হল। আসলে তা নাও হতে পারে। ইলিশ মনে করে ধোঁকা খেয়ে বাড়িতে যা নিয়ে এলেন, তা আসলে চন্দনা মাছ। এই মাছটিও সমুদ্রে পাওয়া যায়। এর গন্ধও খানিকটা ইলিশের মতো। তাহলে কী ভাবে বুঝবেন আসল ইলিশ ? ইলিশের সঙ্গে ফারাকই বা কোথায়? জানুন বিস্তারিত

Advertisement