Advertisement
লাইফস্টাইল

Orange Benefits: বাড়বে ইমিউনিটি, পেট থাকবে ভাল; রোজ কমলালেবু খেলে আর কী উপকার?

শীত পড়তেই সস্তা হয়েছে কমলালেবু
  • 1/9

শীত পড়তেই সস্তা হয়েছে কমলালেবু। তাই অনেকেই প্রতিদিন এই ফল খাচ্ছেন। তাতেই হচ্ছে রসনাতৃপ্তি। পাশাপাশি শরীরের হার ফিরছে।

 কমলালেবু খেয়ে আবার শরীরের কী কী উপকার হয়?
  • 2/9

এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন, কমলালেবু খেয়ে আবার শরীরের কী কী উপকার হয়? সেই উত্তরটা জানতে চাইলে পড়তে থাকুন।

এতে রয়েছে ফাইবার
  • 3/9

পেট থাকবে ভালো। কারণ, এতে রয়েছে ফাইবার। এটি অন্ত্রের হাল ফেরাবে। যার ফলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমবে। এমনকী খাবার দ্রুত হজম হবে।

Advertisement
অন্ত্রে মলের গতিবিধি বাড়াতে পারে
  • 4/9

এই ফলে মজুত ফাইবার কিন্তু অন্ত্রে মলের গতিবিধি বাড়াতে পারে। যার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দ্রুত সেরে ওঠা যায়।

এতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার
  • 5/9

এতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। আর এই ভিটামিন বাড়াতে পারে ইমিউনিটি। যার ফলে সর্দি, কাশি হওয়ার আশঙ্কা কমে।

কোলেস্টেরল কমানোর কাজে একাই একশো
  • 6/9

কমলালেবু কিন্তু কোলেস্টেরল কমানোর কাজে একাই একশো। এতে মজুত ফাইবারই মূলত এই কাজে করে সাহায্য।

সুস্থ থাকে হার্ট
  • 7/9

এতে মজুত রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর সেই সব অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে পারে। যার ফলে সুস্থ থাকে হার্ট। এড়িয়ে চলা যায় একাধিক জটিল অসুখ।

Advertisement
ডায়াবেটিসে দারুণ কার্যকরী এই ফল
  • 8/9

ডায়াবেটিসে দারুণ কার্যকরী এই ফল। এটা খেলে সুগার লেভেল কমতে পারে। তবে ভুলেও এর রস করে খাবেন না। তাতে লাভ হবে না।

যে কোনও সময় কমলালেবু খেতে পারেন
  • 9/9

পরিশেষে বলি, যে কোনও সময় কমলালেবু খেতে পারেন। তবে ভরপেট খেয়ে ফল না খাওয়াই ভালো। তাতে সুগার বাড়তে পারে। তেমন একটা লাভও পাবেন না। তার বদলে খাওয়ার ১ ঘণ্টা বাদে ফল খান।

Advertisement