Advertisement
লাইফস্টাইল

Avoid Drinking Coffee: এই মানুষেরা কফি খেলে হবে বিরাট ক্ষতি, জেনে হন সাবধান

কফি অত্যন্ত উপকারী একটি পানীয়
  • 1/9

কফি অত্যন্ত উপকারী একটি পানীয়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই নিয়মিত খেলে শরীরের হাল ফিরবে।

যদিও এই পানীয়ই কিছু মানুষের এড়িয়ে চলা উচিত
  • 2/9

যদিও এই পানীয়ই কিছু মানুষের এড়িয়ে চলা উচিত। নইলে শরীরের হাল যেতে পারে বিগড়ে।

ঠিক কাদের কফি খেতে বারণ করা হয়?
  • 3/9

এখন প্রশ্ন হল, ঠিক কাদের কফি খেতে বারণ করা হয়? সেই উত্তর জানতে পড়ুন নিবন্ধটি।

Advertisement
ব্লাড প্রেশার খুব বেশি থাকলে কফি এড়িয়ে যান
  • 4/9

ব্লাড প্রেশার খুব বেশি থাকলে কফি এড়িয়ে যান। কারণ, এই পানীয় বাড়াতে পারে বিপি। তাই এর থেকে সাবধান।

ইরিটেবল বাওয়েল সিনড্রোম রোগটিতে আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে
  • 5/9

আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম রোগটিতে আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে। আর এই রোগে আক্রান্ত হলেও কফি পান করার আগে সাবধান হন।

অনেকেই নিয়মিত গ্যাস, অ্যাসিডিটিতে ভোগেন
  • 6/9

অনেকেই নিয়মিত গ্যাস, অ্যাসিডিটিতে ভোগেন। তাঁরাও চেষ্টা করুন যতটা সম্ভব কফি এড়িয়ে চলার।

দুধ ও চিনি দেওয়া কফি খাবেন না
  • 7/9

এছাড়া যাঁদের সুগার রয়েছে, তাঁরা দুধ ও চিনি দেওয়া কফি খাবেন না। তাতে বিপদ বাড়তে পারে।

Advertisement
কোনও সুস্থ মানুষই দিনে ৪ কাপের বেশি কফি খাবেন না
  • 8/9

আর একটা কথা, কোনও সুস্থ মানুষই দিনে ৪ কাপের বেশি কফি খাবেন না। এই ভুলটা করলেও বিগড়ে যেতে পারে শরীরের হাল।

অনিদ্রা, পেট খারাপ, প্রেশার বাড়া থেকে শুরু করে একাধিক সমস্যা নিতে পারে পিছু
  • 9/9

বেশি কফি খেলে অনিদ্রা, পেট খারাপ, প্রেশার বাড়া থেকে শুরু করে একাধিক সমস্যা নিতে পারে পিছু। তাই সাবধান হন।

Advertisement