Advertisement
লাইফস্টাইল

Snowfall Darjeeling Sikkim: সান্দাকফু, সোমোগোতে স্নো ফল, বরফের চাদরে ঢাকল, রইল সব ছবি

তুষারপাত
  • 1/12

সাদা তুষারে ঢাকল পাহাড়। দার্জিলিং থেকে সিকিম, সাদা চাদরে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। 

তুষারপাত
  • 2/12

বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছ সিকিম ও দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাত। সিকিমের সোমোগো, লাচুং, লাচেন, দার্জিলিঙের সান্দাকফুতে বরফ পড়ছে।

তুষারপাত
  • 3/12

যদিও এই মুহূর্তে পাহাড়ে একাধিক জায়গায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিভিন্ন এলাকায়। ফলে পর্যটক থাকলেও সাইট সিয়িং-এ ভিড় কম।

Advertisement
তুষারপাত
  • 4/12

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সারাদিনই রোদ-বৃষ্টির খেলা চলবে রাজ্যজুড়ে।

তুষারপাত
  • 5/12

বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে প্রবল বর্ষণের লাল সতর্কতা।

তুষারপাত
  • 6/12

এই জেলাগুলিতে আজ ২০ মিমিরও বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

 

তুষারপাত
  • 7/12

কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আর দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হলেও তুলনামূলকভাবে দুর্যোগের পরিমাণ কম। এই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

Advertisement
তুষারপাত
  • 8/12

২ দিন ধরে পাহাড় ও লাগোয়া সমতলে টানা বৃষ্টি চলছে। বৃহস্পতিবার সারাদিন টিপটাপ বৃষ্টি থাকলেও রাত থেকে শুরু হয়েছে বর্ষার মতো ধারাপাত। 

তুষারপাত
  • 9/12

তাতেই ঘুম উড়েছে পাহাড়ের বাসিন্দা থেকে প্রশাসনের। সদ্য় বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরতে শুরু করেছিল পাহাড়, তাতে আবার বাদ সাধছে প্রকৃতি।

তুষারপাত
  • 10/12

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি কমবে, রবিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শুধু আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

তুষারপাত
  • 11/12

যে কজন পর্যটক বেরিয়েছিলেন আবহাওয়ার ভ্রুকুটি উপেক্ষা করে, তাঁরা চেটেপুটে নিয়েছেন বরফ পড়ার আনন্দ।

Advertisement
তুষারপাত
  • 12/12

আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার রাতে মন্থা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে তৈরি হওয়া বৃষ্টির সিস্টেম রাজ্যের আকাশে এখনও সক্রিয়। ফলে শুক্রবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে।

Advertisement