Health Tips: এই ১২টি জিনিস হলেই সাবধান! হতে পারে বড় রোগের লক্ষণ, দ্রুত ডাক্তার দেখান

হঠাৎ মন খারাপ। ওজন কমে যাচ্ছে। অথবা বুকে হালকা ব্যথা। অনেকের মধ্যেই এই ধরনের বিষয়গুলি উপেক্ষা করার একটা প্রবণতা আছে। বুকে ব্যথাকে গ্যাস ভেবে চেপে গিয়ে অনেকেই বড়সড় বিপদের মধ্যে পড়েন।

Advertisement
এই ১২টি জিনিস হলেই সাবধান! হতে পারে বড় রোগের লক্ষণ, দ্রুত ডাক্তার দেখান
হাইলাইটস
  • হঠাৎ মন খারাপ। ওজন কমে যাচ্ছে। অথবা বুকে হালকা ব্যথা। অনেকের মধ্যেই এই ধরনের বিষয়গুলি উপেক্ষা করার একটা প্রবণতা আছে।
  • বুকে ব্যথাকে গ্যাস ভেবে চেপে গিয়ে অনেকেই বড়সড় বিপদের মধ্যে পড়েন। তাই কিছু এমন লক্ষণ আছে, যা কখনও উপেক্ষা করা উচিত নয়।
  • সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আসুন, এমন ১২টি উপসর্গের বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক।

হঠাৎ মন খারাপ। ওজন কমে যাচ্ছে। অথবা বুকে হালকা ব্যথা। অনেকের মধ্যেই এই ধরনের বিষয়গুলি উপেক্ষা করার একটা প্রবণতা আছে। বুকে ব্যথাকে গ্যাস ভেবে চেপে গিয়ে অনেকেই বড়সড় বিপদের মধ্যে পড়েন। তাই কিছু এমন লক্ষণ আছে, যা কখনও উপেক্ষা করা উচিত নয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আসুন, এমন ১২টি উপসর্গের বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক।

১. কথা জড়িয়ে যাওয়া
মুম্বইয়ের সিনিয়র চিকিত্সক এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাঃ রুহি পিরজাদা বলেছেন, কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণগুলি একটি গুরুতর অবস্থার ইঙ্গিত হতে পারে।

তিনি বলেন, এটি হেমোরেজিক স্ট্রোকের উপসর্গ হতে পারে। 

নিম্ন সোডিয়াম মাত্রা (হাইপোনাট্রেমিয়া) নিম্ন রক্তে শর্করা (হাইপোগ্লাইসেমিয়া) লিভার-সম্পর্কিত মস্তিষ্কের সমস্যা (হেপাটিক এনসেফালোপ্যাথি) রক্তে উচ্চ অ্যামোনিয়া মাত্রা (হাইপারমমোনিয়া) ভাইরাল মস্তিষ্কের সংক্রমণ (ভাইরাল এনসেফালোপ্যাথি) ব্যাকটেরিয়া সংক্রমণের মতো ক্ষেত্রেও এই লক্ষণ দেখা দিতে পারে।

২. মানসিক অবস্থার পরিবর্তন
মানসিক অবস্থার আকস্মিক পরিবর্তন, অর্থাৎ বিভ্রান্তি বা বিভ্রান্তির মতো উপসর্গ হলে, স্ট্রোক, মস্তিষ্কের আঘাত, গুরুতর সংক্রমণ বা বিপাকীয় ভারসাম্যহীনতা সহ বিভিন্ন স্নায়বিক জরুরি অবস্থার সংকেত হতে পারে। এমনটাই জানালেন ডক্টর বন্দনা বুবনা।

কনফিউশন হওয়াটা স্ট্রোক সহ বিভিন্ন স্নায়বিক জরুরি অবস্থার সংকেত হতে পারে।

৩. আলোর ঝলকানি হওয়া
চোখে হঠাৎ 'আলোর ঝলকানি' দেখলে তা গুরুতর শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। দিল্লির সিকে বিড়লা হাসপাতালের  ডাঃ রাজীব গুপ্ত এমনটাই জানালেন।

'এটি রেটিনার সমস্যার ইঙ্গিত হতে পারে (চোখের পিছনে টিস্যুর একটি পাতলা স্তর (রেটিনা) তার স্বাভাবিক অবস্থান থেকে দূরে সরে যেতে পারে), এমন ক্ষেত্রে দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন,' জানালেন ডাঃ রাজীব গুপ্ত।

৪. বুকে ব্যথা
ভারতে হৃদরোগের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালে হার্ট অ্যাটাক ১২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সে বছর ৩২,৪৫৭ জনেরও বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন।

হঠাৎ বুকে ব্যথা কোনও হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

৫. ওজন হ্রাস
যদি আপনার ওজন একটু বেশিই দ্রুত হারে কমে যায়, তাহলে সতর্ক হোন।

Advertisement

অনিচ্ছাকৃতভাবেই ওজন হ্রাস হতে তা থাইরয়েড রোগের মতো  সমস্যার সংকেত হতে পারে। এছাড়াও ডায়াবেটিস, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ বা এমনকি ক্যান্সারের মতো রোগেরও লক্ষণ এটি।

৬. প্রস্রাব বা মলে রক্ত
ডাঃ গুপ্তা এবং ডাঃ বুবনা, জানিয়েছেন, প্রস্রাব বা মলের রক্ত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত, মূত্রনালীর সংক্রমণ বা কোলোরেক্টাল ক্যান্সারের মতো রোগের লক্ষণ হতে পারে।

৭. একটানা কাশি
রোজ একটানা কাশি হচ্ছে? সেক্ষেত্রে হেলাফেলা করা উচিত নয়। 

৮. জোরে নাক ডাকা
অত্যধিক জোরে নাক ডাকা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে।

৯. ক্লান্তি
ক্লান্ত বোধ করা খুবই সাধারণ ব্যাপার। এটি রক্তাল্পতা, থাইরয়েড ডিসঅর্ডার বা ডিপ্রেশনের মতো রোগের লক্ষণ হতে পারে।

১০. অতিরিক্ত তৃষ্ণা
ডঃ বুবনার মতে ক্রমাগত এবং অত্যধিক তৃষ্ণা অনুভব করলে ডিহাইড্রেশন, ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা বা ডায়াবেটিস সম্পর্কিত জটিলতার লক্ষণ হতে পারে।

১১. চুলকানি, ঠোঁট ও গলায় ব্যথা
ডাঃ গুপ্তা জানিয়েছেন যে আপনি যদি আপনার ঠোঁট এবং গলায় চুলকানি অনুভব করেন, তবে এটি অ্যালার্জির লক্ষম হতে পারে।

১২. বমি ভাব
হঠাৎ বমি হলে তা ফুড পয়েজনিং থেকে মস্তিষ্কে রক্তক্ষরণের মতো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে।

POST A COMMENT
Advertisement