নিজের সাম্প্রতিক রিলে ডাঃ শেঠি জানান, পেঁপে অত্যন্ত উপকারী একটি ফল। এই ফলের তৈরি স্মুদি খেলে পেটের হাল ফিরবে। বাড়বে হজমশক্তি।
Green Tea Benefit: সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে বিস্ময়কর তথ্য, গ্রিন টি বা সবুজ চা স্থূলতা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি অতিরিক্ত ফ্যাট কমিয়ে শরীরের মেটাবলিক কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ওজন অনেকটা বেড়ে গেলে আদতে লিভারের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, লিভার ফাইব্রোসিসের মতো সমস্যা। তাই ওজন কমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মেদ ঝরিয়ে ফেললেই অনায়াসে লিভারের অসুখের থেকে দূরে থাকা যাবে।
প্রস্রাবে ফেনা অনেকের কাছেই সাধারণ একটি ঘটনা। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ মনে হওয়া লক্ষণটিই কখনও কখনও কিডনির গুরুতর রোগের ইঙ্গিত দিতে পারে? চিকিৎসকরা বলছেন, প্রস্রাবে ফেনা যদি নিয়মিত দেখা যায় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
অনেকে মনে করেন কফি খেলে নাকি হয় নেশা! তবে এই কথার পিছনে কি কোনও ভিত্তি রয়েছে? এই উত্তরটা জানতে বাংলা.আজতক.ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল চিকিৎসক রুদ্রজিৎ পালের সঙ্গে। তাই ঝটপট তাঁর পরামর্শ জেনে নিন।
কোল্ডরিফের পাশাপাশি তেলঙ্গানায় নিষিদ্ধ হল দু'টি সিরাপ। সেই রাজ্যে Relife সিরাপ এবং Respifresh TR সিরাপ নিষিদ্ধ করা হয়েছে। এই দুই সিরাপে বেশি পরিমাণে ডাইথাইলিন গ্লাইকোল(DEG) মেশানো রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি। সেই মতো রিপোর্ট পাঠানো হয়েছে তেলেঙ্গানায়। তার পরই নড়েচড়ে বসল সেই রাজ্যের সরকার। তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই এই দুই সিরাপের ব্যবহার বন্ধের নির্দেশ জারি করা হয়েছে।
Coffee Liver Heart Benefit: মার্কিন স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (NIH) অনুসারে, কফিতে ক্যাফেইন, ক্লোরোজেনিক অ্যাসিড (CGA), ট্রাইগোনেলিন এবং ডাইটারপেনের মতো অনেক যৌগ রয়েছে যা তাদের স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত।
ইতিমধ্যেই Coldrif কাফসিরাপ খেয়ে প্রাণ হারিয়েছে ২০ শিশু। আর এই খবর সামনে আসার পরই নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। তাদের তরফে, ভরতকে জিজ্ঞেস করা হয়েছে, কোন কোন দেশে রপ্তানি করা হয়েছে এই সিরাপ!
ত ১ বছরে রাজস্থানের ল্যাবরেটরিতে এমন একশোর বেশি ওষুধের নমুনা গিয়েছে, যেগুলি সুরক্ষার পরীক্ষায় পাশ করতে পারেনি। এগুলির মধ্যে অ্যান্টিবায়োটিক, পেইনকিলার, অ্যান্টিঅ্যালার্জিক, অ্যান্টিডায়বেটিক থেকে শুরু করে একাধিক ওষুধ রয়েছে।
প্রতিদিন অন্ততপক্ষ ৩০ মিনিট হাঁটতে হবে বলে মনে করছেন বিশিষ্ট চিকিৎসকেরা। এর থেকে বেশি সময় হাঁটলে চলতে পারে। তবে এর থেকে কম সময় হাঁটা চলবে না। নইলে কোনও উপকারই পাবেন না।