সুগার ফ্রি (Sugar Free) মানেই চিনি ছাড়া নয়! গ্রাহকদের সতর্ক করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। তাই সুগার ফ্রি প্রোডাক্ট কেনার আগে, ওই খাবারে কী কী উপাদান রয়েছে, তার যে তালিকা FSSAI দিয়ে দেয়, গ্রাহকদের তা ভাল করে পড়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে ICMR।