ডক্টর বি আর আম্বেদকর। তাঁর পরিচয় এক নিঃশ্বাসে বলা সম্ভব নয়। তিনি একজন জ্যুরিস্ট, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, লেখক, অর্থনীতিবিদ এবং মহাপণ্ডিত ছিলেন। বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন তিনি। ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি ছিলেন আম্বেদকর। তাঁর চিন্তাধারা, আদর্শ এবং মতবাদ আজও সকলকে অনুপ্রাণিত করে। আজ তাঁর জন্মতিথিতে জানুন তাঁর সেরা কিছু উক্তি।
গণতন্ত্র শুধুমাত্র সরকার গঠনের একটা হাতিয়ার নয়। এর প্রধান ভূমিকা হল বিভিন্ন ভাবনার এক সঙ্গে সহাবস্থান, একে অপরের প্রতি সম্মান ও সম্ভ্রম দেখানো।
একটা সফল বিপ্লবের পিছনে অসন্তোষ থাকতেই পারে, সেটা শেষ কথা নয়। দরকার বিচারের সদর্থক প্রয়োগ এবং সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক এবং সামাজিক অধিকারের সুরক্ষা।
একজন মহান ব্যক্তি একজন বিখ্যাত মানুষের চেয়ে সব সময় আলাদা হন। কারণ তিনি সমাজের চাকরামি করতে তৈরি থাকেন।