করোনা আবহে এখন একটি বিষয় প্রাধান্য পাচ্ছে তা হল টিকা নেওয়ার পর কী কী করণীয়, আর কী কী করণীয় নয়। সোশাল মিডিয়ায় সকলেই সে বিষয়ে প্রশ্ন তুলেছে। এর মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বেশিবার করা হয়েছে তা হল কোভিড টিকা নেওয়ার পর যৌন মিলন কি উচিত?
যদিও এখনও পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রক থেকে তেমন কোনও নির্দেশিকা প্রকাশিত হয়নি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টিকা নেওয়ার পর সাবধানতা অবলম্বন করা উচিত অন্তত সেক্সের ক্ষেত্রে। আর এই সময় ফ্যামিলি প্ল্যানিং করা থেকেও বিরত থাকা উচিত বলে জানিয়ছেন তাঁরা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে কলম্বিয়া এশিয়া হাসপাতালের চিকিৎসক দীপক বর্মা বলেন, "এখনই বলা সম্ভব নয় যে এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কতটা গুরুতর। যৌন মিলনের পর এর পার্শ্বপ্রতিক্রিয়া কতটা হবে সেটাও বলা সম্ভব নয়। টিকাকরণের পর সবসময় সেক্স এড়িয়ে যাওয়া হয়ত সম্ভব নয়। তাই সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাটা জরুরি।
চিকিৎসকেরা জানাচ্ছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর কনট্রাসেপটিভ অন্তত ২ থেকে ৩ সপ্তাহ ব্যবহার করেই যৌন মিলন করা উচিত।
ডাঃ দীপক বর্মার কথায়, "আমরা জানি না ভ্যাকসিন কতটা প্রভাব ফেলবে। তাই কন্ডোম ব্যবহার করা ভাল।" মহিলাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার আগে স্ত্রী-রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।
এমনকী যেসব স্বেচ্ছাসেবদের দেহে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে তাঁদেরকেও প্রতিরোধক নিয়েই সেক্সের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
তবে প্রসূতিদের ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকতে বলেছে কেন্দ্র সরকার। যদিও টিকা নেওয়ার পর সেক্স করা উচিত কি না সে বিষয়ে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।