scorecardresearch
 
লাইফস্টাইল

'যা চাই, কিনে দেয়,' তাই বৃদ্ধকে বিয়ে একুশের যুবতীর

দামি জিনিস
  • 1/10

দামি জিনিস চাইলেই সঙ্গে সঙ্গে চলে আসে। টাকার দরকার শুধু একবার বললেই দিয়ে দেয়। সেই সঙ্গে কেনাকাটার থেকে খাওয়াদাওয়া, সব খরচ চালায়। তাই এবার বাবার বয়সী প্রৌঢ়কে বিয়ে করতে মরিয়া বছর ২১এর এক যুবতী। {সব ছবি- ইনস্টাগ্রাম/nicoledownns}

নিকোলা
  • 2/10

টিকটক স্টার হিসাবে জনপ্রিয় বছর ২১ এর নিকোলা ডাউনসের। প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। সম্প্রতি তিনি জানিয়েছেন ৫৪ বছরের মাইকেল নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন।

প্রতিবেদন
  • 3/10

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে নিকোলা নিজের ইনস্টাগ্রামে এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের ছবিও শেয়ার করেছেন। 
 

মিটিয়ে
  • 4/10

নিকোলা জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড সমস্ত চাহিদা মিটিয়ে দেন। কোনও খামতি রাখেন না। 

সার্জারি
  • 5/10

কয়েকদিন আগে নিকোলা প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাঁর গোটা খরচ মাইকেল দিয়েছে।
 

শুরু
  • 6/10

এর পাশাপাশি নিকোলার পোশাক থেকে শুরু করে জীবনযাপনে বড় টাকা ঢালেন মাইকেল।

মাইকেলকে
  • 7/10

নিকোলা জানান, মাইকেলকে ডেট করা শুরু করেন প্রথমে। কারণ মাইকেল সব চাহিদা মিটিয়ে দেন। 

প্রচুর
  • 8/10

সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের প্রচুর ছবি রয়েছে। জানা গিয়েছে বর্তমানে একসঙ্গেই থাকেন নিকোলা ও মাইকেল। 

নারাজ
  • 9/10

তবে তাঁদের বয়সের পার্থক্য ৩৩ বছরের। সেই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ নিকোলা।

থাকতে
  • 10/10

তিনি জানান, কে কী বলল তাতে গুরুত্ব দিতে নারাজ নিকোলা। আপাতত মাইকেলের সঙ্গেই থাকতে চান তিনি। তাদের সম্পর্ক নিয়েও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।