Advertisement
লাইফস্টাইল

৮২ বছরের বৃদ্ধাকে বিয়ে ৩৬-এর যুবকের! বিয়ের প্রথম রাতেই....

  • 1/10

২০১৯ সালে প্রথম আলাপ। তারপরেই সেখান থেকে প্রেম। কিন্তু এই প্রেম আবার কিন্তু বাকি সম্পর্কের মতো। প্রেমিকার বয়স ৮২, আর প্রেমিকের বয়স ৩৬। সদ্যই এই খবর ভাইরাল হয়েছিল। (সব ছবি ফেসবুক)

  • 2/10

৩৬ বছরের মহঃ ইব্রাহিমের সঙ্গে বছর ৮২-র আইরিশ জোনসের আলাপ হয় ফেসবুকে। সেখান থেকে তাঁদের বন্ধুত্ব শুরু।
 

  • 3/10

পরে সেই সম্পর্ক প্রেমের রূপ নেয়। ২০২০ সালে নভেম্বরে তাঁরা বিয়ে করেন।

Advertisement
  • 4/10

নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ইব্রাহিম এবং আইরিশ সম্প্রতি একটি রিয়্যালটি অনুষ্ঠানে এসেছিলেন।

  • 5/10

সেখানেই ওই দম্পতি তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। আইরিশ জানান সম্প্রতি তাঁরা ব্রিটেনে চলে এসেছেন। 

  • 6/10

ইব্রাহিম বলেন, অনেকে বলেন যে আমি নাকি টাকার জন্য বিয়ে করেছি। আমি তাঁদের বলতে চাই আমার নিজস্ব বাড়ি ও প্রচুর সম্পত্তি রয়েছে। 

  • 7/10

যৌন সম্পর্কের বিষয়ে আইরিশ বলেন, দীর্ঘদিন কোনও যৌন সম্পর্কে ছিলাম না। বিয়ের প্রথম রাতেই যৌন সম্পর্ক হয়। প্রথমবার শারীরিক সম্পর্কের পরে আমারা অনেক খুশি হয়েছিলাম। 

Advertisement
  • 8/10

 ইব্রাহিম বলেন, ভালোবাসায় কখনও বয়স, ধর্ম এবং দেশ থেকে বিচ্ছেদ আনতে পারে না। আমি আইরিশের সঙ্গে সুখে রয়েছি।

  • 9/10

সেই সঙ্গে তিনি জানান, সম্পর্কের মধ্যে আইরিশ হলেন আমার বস। ওর নির্দেশ আমি মেনে চলি।
 

  • 10/10

তিনি আরও বলেন, যাঁরা আমাদের ঘৃণা করেন, তাঁদের আমি বলতে চাই, এটা আপনাদের বিষয় নয়। নিজের চরকায় তেল দিন। 

 

Advertisement