scorecardresearch
 
 
লাইফস্টাইল

বছর ৩৩-এর লাস্যময়ীর প্রেমে হাবুডুবু কোটিপতি বৃদ্ধর! নিলেন এই সিদ্ধান্ত

বছর ৩৩
  • 1/8

বছর ৩৩-এর সুন্দরী লাস্যময়ীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বছর ৬৫-র কোটিপতি বৃদ্ধ। পরিস্থিতি এমন জায়গায় যে ওই বৃদ্ধ নিজের স্ত্রীকে ডির্ভোসও দিয়ে দিয়েছেন। এখন ওই যুবতীকেই ডেট করছেন তিনি। 

রিপোর্ট অনুযায়ী
  • 2/8

'মিরর ইউকে' -এর রিপোর্ট অনুযায়ী, ওই বৃদ্ধের নাম জন পলসন। প্রচুর সম্পত্তি রয়েছে তাঁর নামে। সম্প্রতি স্ত্রীকে ডির্ভোস দেন তিনি। (সব ছবি প্রতীকী)

কারণ হিসাবে
  • 3/8

কারণ হিসাবে জানা যায়, ইনস্টাগ্রামে ৩৩ বছর বয়সী আলিনা বলে একজনের প্রেমে পড়েছেন তিনি। আলিনি ইনস্টাতে একটি ডায়েট পেজ চালান। 
 

আলিনার
  • 4/8

আলিনার সঙ্গে যোগাযোগ করে দেখাও করেন জন। তারপর থেকেই আলিনার প্রেমে হাবুডুবু খেতে থাকেন তিনি।

অঙ্কের
  • 5/8

আলিনার সঙ্গে দেখা করার পরেই জন স্ত্রীকে ডির্ভোস দেন। সেই জন্য স্ত্রীকে মোটা অঙ্কের খরপোশ দিতে হবে তাঁকে।

খরপোশের
  • 6/8

তবে খরপোশের প্রসঙ্গ উঠলেও সেই নিয়ে ভাবতে এখন রাজি নন জন। কারণ তিনি বাকি সময়টা আলিনার সঙ্গেই কাটাতে চান। 

আলিনার
  • 7/8

আলিনার বাড়ির নিউ জার্সিতে। সেখানে একটা ডায়েট কোম্পানি চালান তিনি। ইনস্টাতেও লাইভ করেন ডায়েট নিয়ে। 

ডির্ভোস
  • 8/8

ডির্ভোস দেওয়ার পরে আলিনার সঙ্গেই এখন থাকছেন জন। রিপোর্টে বলা হয়েছে, একটি ফ্ল্যাটও ভাড়া নিয়েছেন তাঁরা।