scorecardresearch
 
 
লাইফস্টাইল

গাড়ির ভিতরে উদ্দাম যৌনতায় মত্ত তরুণ-তরুণী! পরের কাণ্ড মারাত্মক

গাড়িতে
  • 1/10

গাড়িতে যৌন সম্পর্ক করতে গিয়ে বিপাক যুগল। শেষে এমন অবস্থা হল যে পুলিশকে ডাকতে হল। ওই যুগলের কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (প্রতীকী ছবি)

ঘটনা ইংল্যান্ডের
  • 2/10

ঘটনা ইংল্যান্ডের ডার্বিশায়ারের। 'দ্য সান ইউকে' -এর প্রতিবেদন অনুসারে, ওই এলাকার পাহাড়ের কাছে দুর্ঘটনা ঘটে।(প্রতীকী ছবি)

জানা গিয়েছে
  • 3/10

জানা গিয়েছে, পাহাড়ের উপরে গাড়ির ভিতর উদ্দাম যৌনতায় নেমেছিল এক যুগল। তখনও তাঁরা বুঝতে পারেননি, কী হতে চলেছে।(প্রতীকী ছবি)
 

আচমকা
  • 4/10

যৌন সম্পর্ক চলাকালীন আচমকা ভুলবশত হাত হ্যান্ডব্রেকে লাগে। গাড়ি সোজা পাহাড় থেকে নিচে গিয়ে পড়ে। (প্রতীকী ছবি)

এসে পড়ে
  • 5/10

গাড়িটি নিচে একটি রাস্তায় এসে পড়ে। সেখানে উল্টে যায়। ফলে দম্পতি চেষ্টা করেও গাড়ি থেকে বের হতে পারছিলেন না।  (প্রতীকী ছবি)

সেই সময়ে
  • 6/10

সেই সময়ে রাস্তায় কেউ ছিলেন না। ফলে কেউ সাহায্যও করতে পারেননি। প্রবল বিপাকে পড়ে ওই যুগল। (প্রতীকী ছবি)

তবে
  • 7/10

তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। ওই যুগলকে উদ্ধার করা হয়। তাঁরা আপাতত সুস্থই রয়েছেন।  (প্রতীকী ছবি)

পুলিশ
  • 8/10

পুলিশ জানিয়েছে, গাড়িতে ওই যুগল শারীরিক সম্পর্ক করছিল। সেই সময়ে ভুলবশত দুর্ঘটনাটি হয়। (প্রতীকী ছবি)

দুর্ঘটনার
  • 9/10

দুর্ঘটনার ছবিটি পুলিশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পরে গাড়িটি উলম্ব ভাবে রাস্তা উপরে ছিল। (ছবি-আজ তক)
 

তবে সোশ্যাল
  • 10/10

তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছে ওই যুগল। এই অসাবধনতায় তাঁরা বড়সড় বিপদে পড়তে পারত, বলেও জানান অনেকে।  (প্রতীকী ছবি)