scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Ac Explosions: অনেক দিন পর AC চালাচ্ছেন? বিস্ফোরণ এড়াতে যে বিষয়গুলিতে সজাগ থাকবেন

অগ্নিকাণ্ড।
  • 1/18

এসি থেকে মাঝেমধ্যেই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। শীত গিয়ে গরম ফিরছে। চালু হচ্ছে এসি। অনেকেই নিজের এসির কভার খুলে ঝেঁড়েমুছে এসি চালাচ্ছেন। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর এসি চালানোর ক্ষেত্রে কয়েকটি সাবধানতা অবলম্বন করা উচিত। 

আগুন।
  • 2/18

কারণ গ্যাস বা বিদ্যুৎ–সংক্রান্ত দুর্ঘটনা যেমন ঘটতে পারে, তেমনি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশনার বা এসি) থেকেও ঘটতে পারে দুর্ঘটনা। এমনিতে এই যন্ত্র থেকে বিস্ফোরণের ঝুঁকি নেই বললেই চলে। তবে কোনও কোনও ক্ষেত্রে অগ্নিদুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে এসি। 
 

এসির গ্যাস।
  • 3/18

শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের অভ্যন্তরে যে সামান্য পরিমাণ গ্যাস থাকে, তা থেকে যদি বিস্ফোরণ হয়ও, তা খুব ভয়াবহ রূপ নিতে পারে না। এই বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় না। আর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এসি থেকে দুর্ঘটনার ঝুঁকিও থাকে না। 

Advertisement
বিশেষ পাইপ।
  • 4/18

এসির জন্য অন্তরিত (ইনসুলেটেড) পাইপ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। বাহ্যিক আঘাত (যেমন ইটের টুকরার আঘাত) এসির জন্য ক্ষতিকর। একটানা এসি চালিয়ে রাখাও ক্ষতিকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
 

এবার জেনে নেওয়া যাক এই যন্ত্রের যত্নআত্তি—
  • 5/18

এসির বাইরের অংশে পাখি, বাদুড়, ইঁদুর, টিকটিকি এমনকি সাপও আশ্রয় নিতে পারে। কোনো প্রাণী সেখানে থাকলে এসি চালানোর আগেই এগুলোকে নিরাপদে সরিয়ে দিতে হবে।
 

গরমের শুরুতেই যে কাজটি করতে হবে
  • 6/18

শীতে সাধারণত এসি চালানো হয় না। তাই গরমের শুরুতে, অর্থাৎ এসি ব্যবহার শুরুর আগেই দক্ষ ব্যক্তির শরণ নেওয়া প্রয়োজন। তিনি ঘরের ভেতর ও বাইরের অংশে সব ঠিক আছে কি না, দেখে দেবেন।

নিজেরাই করি
  • 7/18

১৫ দিন অন্তর এসির ফিল্টার নেট পরিষ্কার করতে হবে। বড়জোর মিনিট পাঁচেকের এই কাজ আপনার এসিকে রাখবে নিরাপদ ও কর্মক্ষম। আপনার এলাকায় ধুলা কম হলে এই কাজটা মাসে একবার করলেই চলবে।
 

Advertisement
কেবল যন্ত্রই দায়ী নয়
  • 8/18

কীভাবে এই কাজটি করবেন, তা এসি বিক্রেতা প্রতিষ্ঠান থেকেই শিখে নিন। এসি চালানো না হলে অবশ্য এর প্রয়োজন নেই। ঘরের ধুলা বা ঝুল পরিষ্কার করার সময় এসি বন্ধ করে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত।

খেয়াল রাখুন।
  • 9/18

এসি বরাবর ঠিক নিচে সুইচ বা প্লাগ না রাখাই ভালো। সার্কিট ব্রেকার থাকতে হবে ঠিকঠাক। আর্থিং করানো থাকতে হবে অবশ্যই।
 

খেয়াল রাখুন।
  • 10/18

খেয়াল রাখুন। ঘরের আয়তন অনুযায়ী এসি নিন। এসি চালানো অবস্থায় ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন। এসির কাছাকাছি কোনো দাহ্য পদার্থ কিংবা রাসায়নিক দ্রব্য রাখবেন না। গ্যাসের লাইন থেকে এসি দূরে বসান। 
 

রক্ষণাবেক্ষণ।
  • 11/18

৬ মাস অন্তর দক্ষ ব্যক্তিকে দিয়ে এসির ভেতর ও বাইরের অংশের রক্ষণাবেক্ষণ করিয়ে নিন। নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে দক্ষ কর্মীকে আনিয়ে নিতে পারেন। 
 

Advertisement
শব্দ হলে।
  • 12/18

এসি ঠিকভাবে কাজ না করলে, অস্বাভাবিক শব্দ করলে, এসি থেকে পানি পড়লে কিংবা অন্য কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দিন। নির্মাণকারী প্রতিষ্ঠানের সহায়তা নিন। 
 

ময়লা জমতে দেবেন না।
  • 13/18

এসির বাইরের দিকে ঝোপঝাড় বা ময়লার স্তূপ হতে দেবেন না। 

এসি পরিস্কার করুন।
  • 14/18

এসির বাইরের অংশে পাখি, বাদুড়, ইঁদুর, টিকটিকি এমনকি সাপও আশ্রয় নিতে পারে। কোনো প্রাণী সেখানে থাকলে এসি চালানোর আগেই এগুলোকে নিরাপদে সরিয়ে দিতে হবে।
 

শর্টসার্কিট।
  • 15/18

যন্ত্রের যেমন ত্রুটি হতে পারে, তেমনি আনুষঙ্গিক সামগ্রীরও ত্রুটি থাকতে পারে। হতে পারে শর্টসার্কিট। তাই খেয়াল রাখুন—
যেসব তার বা কেব্‌ল ব্যবহার করা হয়, সেগুলো যাতে মানসম্মত হয়। সংযোগ দিতে হবে সঠিকভাবে।

Advertisement
সক্ষমতা যাচাই।
  • 16/18

বাড়িতে এসি লাগানোর মতো বৈদ্যুতিক সক্ষমতা রয়েছে কীনা যাচাই করুন।

এসি চালানোর সময়।
  • 17/18

কতক্ষণ চালাবেন এসি ভালো করে জেনে নিন।

সারান।
  • 18/18

প্রয়োজন হলেই মেকানিক ডাকুন।

Advertisement