এখন প্রেমের মাধ্যম যেমন বদলেছে, তেমনি বদলে গেছে প্রেমে পড়ার ধরনও। চিঠি ছেড়ে মুঠোফোনের খুদেবার্তায় একসময় প্রেম নিবেদন হয়েছে, এরপর এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যন্ত্রগুলো যত ডিজিটাল হয়েছে, যোগাযোগও হয়েছে তত সহজ। এর সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে প্রেমের ভাষা। ক্রমেই অ্যালগরিদম–শাসিত প্রেমের দুনিয়ায় বাধা পড়ছে মন।
আগে রাস্তার মোড় বা রেস্তোরাঁয় দেখা করার মাধ্যমে চলত ডেটিং। সেই যুগ পেরিয়ে প্রেম এখন এগিয়ে গেছে আরও এক ধাপ। প্রবল শক্তি নিয়ে ডেটিং সংস্কৃতিতে ঢুকে পড়েছে এখন ডেটিং অ্যাপ।
অনেকেই আছেন যাঁরা মনে করেন—ডেটিং অ্যাপ থেকেও সত্যিকার ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু মুদ্রার এ পিঠে যখন ভালোবাসার উষ্ণ বায়ু বয়, তখন অন্য পিঠে ধোঁকাবাজি ও প্রতারণার ঠান্ডা হওয়া। ডেটিং অ্যাপ থেকে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার উদাহরণ যেমন আছে, তেমনি আছে প্রতারিত হওয়ার শঙ্কাও। দিল্লির আফতাব ও শ্রদ্ধার আলাপও হয়েছিল ডেটিং অ্যাপের মাধ্যমেই।
তাৎক্ষণিক গড়ে ওঠা সম্পর্ক যখন শারীরিক ঘনিষ্ঠতায় গড়ায়, ভুলটা তখনই হয়। এটা তখন একটা বড় ইস্যু হয়ে ওঠে। নতুন গড়ে ওঠা সম্পর্কটিতে যখন ফাটল ধরে, তখন হিতে বিপরীত ঘটে। ফলস্বরূপ, ব্যক্তি নিজেকেই সব ঝামেলার মূল হোতা হিসেবে দায়ী করতে থাকে। তবে প্রতিটি জিনিসেরই ভালো খারাপ আছে, এর সম্পূর্ণটাই নির্ভর করে ব্যক্তির উদ্দেশ্যের ওপর।
বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর—এ চলিত প্রবাদের সুর ধরেই বলতে হয়, ডেটিং অ্যাপে প্রেম কতটা সফল বা বিফল হবে, নির্ভর করছে ব্যবহারকারীর ওপর।
ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের মনে রাখা জরুরি, এই অ্যাপগুলো শুধু একটা মাধ্যম। যেখানে সেট করা অ্যালগরিদম আপনার পছন্দ–অপছন্দ অনুযায়ী কিছু মানুষকে শুধু খুঁজে পেতে সাহায্য করবে। তবে সঠিক মানুষটাকে চিনে–বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়াটা আপনার কাজ।
বিছানায় শুয়ে শুয়ে বৃদ্ধাঙ্গুলির ডান-বাম ঘূর্ণনেই চোখের পলকে মিলছে ভালোবাসার মানুষের খোঁজ। টিন্ডার, হিঞ্জ, ট্রুলি ম্যাডলি, বাম্বেলের এই বর্ণিল দুনিয়ার প্রেম ঠিক কেমন, তা-ই এবার জানার পালা।