scorecardresearch
 
লাইফস্টাইল

মিলনের সময় যে শব্দটি ভুলেও উচ্চারণ নয়! বিচ্ছেদও হতে পারে

যৌনতার সময়ে
  • 1/8

যৌনতার সময়ে অনেক আবেগের বশে বেশ কিছু ভুল করে ফেলেন। আর তাতেই ঘটে সর্বনাশ। এমনকী সম্পর্কে টানাপোড়েনও চলে আসতে পারে। (সব প্রতীকী ছবি)

২০১৮ সালে
  • 2/8

২০১৮ সালে Saucy Dates নামে একটি সংস্থা প্রচুর পুরুষ ও মহিলার উপর সমীক্ষা চালিয়েছিল। সেখানে উঠে আসে এক চমকপ্রদ তথ্য।

সমীক্ষা অনুযায়ী
  • 3/8

সমীক্ষা অনুযায়ী, পুরুষ ও মহিলারা যৌনতার সময়ে কোন কোন শব্দে উত্তেজিত হন, সেই কথা বলেছেন। 

কিন্তু সেই
  • 4/8

কিন্তু সেই সমীক্ষাতেই আবার বলা হয়েছে যৌনতার সময়ে ভুলেও একটি কাজ না করতে। তাহলেই সম্পর্কে টানাপোড়েন শুরু হতে পারে।

অনেকে যৌনতার
  • 5/8

অনেকে যৌনতার মুহূর্তে আবেগের বশে পার্টনারের নাম ভুল বলে ফেলেন। আর এতেই নেমে আসতে পারে বিপত্তি।

অনেকে নিজের
  • 6/8

অনেকে নিজের প্রাক্তন কিংবা প্রাক্তনীর নামও ভুল করে বলে ফেলেন। এতে বর্তমান পার্টনার যৌনতার সময়ে খুবই রেগে যান বলে বলে দাবি।
 

আর এর জেরেই স
  • 7/8

আর এর জেরেই সম্পর্কে ব্যাপক বিবাদ চলে আসে। এমনকি সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে।

তাই সমীক্ষায়
  • 8/8

তাই সমীক্ষায় বলা হয়েছে, এই বিষয়ে সচেতনা থাকতে। ভুল করেও এই কাজটি করে ফেললে পার্টনারের কাছ থেকে উষ্ণতার বদলে মিলবে রোষ।