scorecardresearch
 
লাইফস্টাইল

হস্তমৈথুন করলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে? গবেষণা যা জানাচ্ছে...

হস্তমৈথুনের
  • 1/9

হস্তমৈথুনের ফলে শরীরে নানারকম সমস্যা হয় বলে শোনা যায়। এর জেরে পুরুষদের একাধিক সমস্যা পোহাতে হয় বলেও দাবি করা হয়। কিন্তু সম্প্রতি এক সমীক্ষায় এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। (সব ছবি প্রতীকী)
 

২০১৭ সালে
  • 2/9

২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ বিষয়ে একটি গবেষণা করে। যা পরবর্তীকালে ইউরোপীয় ইউরোলজিতে প্রকাশিত হয়।
 

৩১,৯২৫ জন
  • 3/9

৩১,৯২৫ জন পুরুষ সেই গবেষণায় অংশ নেন। সেখানেই পুরুষদের হস্তমৈথুন সংক্রান্ত একাধিক তথ্য তুলে ধরা হয়। 
 

গবেষণায় বলা
  • 4/9

গবেষণায় বলা হয়েছে, একজন পুরুষ যদি মাসে ২১ বার হস্তমৈথুন করে, তাতে শরীরে ক্ষতি হয় না। উল্টে সেটা শরীরের পক্ষে লাভ হয়।

বলা হয়েছে
  • 5/9

বলা হয়েছে যে মাসে ২১ বার হস্তমৈথুন করলে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে না। প্রস্টেট ক্যানসার সংক্রমণের ভয়ও থাকে না। 

তবে এমন নয়
  • 6/9

তবে এমন নয় যে হস্তমৈথুন করলেই প্রস্টেট ক্যানসারের ঝুঁকি দূর হয়। ডায়েট, ব্যায়াম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উপরও নির্ভর করে এটি নির্ভর করে।

সমীক্ষায় বলা
  • 7/9

সমীক্ষায় বলা হয়েছে, মাসে ২১ বার হস্তমৈথুন করলে তা শরীরের জন্য উপকারী হয়। এতে মানবদেহে খারাপ প্রভাব পড়ে না। 

তবে প্রতিদিন
  • 8/9

তবে প্রতিদিন হস্তমৈথুন করলে তাতে শরীরের উপর কোনও প্রভাব পড়ে কিনা, সেই সম্পর্কে কিছু বলা হয়নি। 

প্রতিদিন হস্তমৈথুনের
  • 9/9

প্রতিদিন হস্তমৈথুনের জেরে শরীরে নানারক খারাপ প্রভাব পড়ে, সে কথা আগেই বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে।