প্রাপ্তবয়স্ক হওয়ার পর সুস্থ জীবনের জন্য যৌনতা অপরিহার্য হয়ে পড়ে। আর নিয়াপদ সঙ্গমের ক্ষেত্রে কনডোম অপরিহার্য! কনডোমের কার্যকারীতা এবং ব্যবহার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই!
ভারতেও বর্তমানে স্কুল স্তর থেকেই যৌন শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। সুরক্ষিত সঙ্গম, যৌনরোগ আর যৌনরোগের সংক্রমণ ঠেকাতে কী কী করণীয়, তা বোঝানোর জন্য সরকারি উদ্যোগে একাধিক প্রচারাভিযান চালানো হচ্ছে।
কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই অলসতা এবং অসাবধানতার ফলে অনেক পুরুষই কনডোম ব্যবহারের ক্ষেত্রে একটা মারাত্মক ভুল করে ফেলেন বা নিয়মিত এই ভুল করে চলেছেন।
কনডোম কেনার ক্ষেত্রে যেমন সুরক্ষার খাতিরে সেটির মাপ, সেটি তৈরিতে ব্যবহৃত উপাদানগুলির সম্পর্কে দেখে নেওয়া অত্যন্ত জরুরি, তেমনই সেটি ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম মানা দরকার!
অধিকাংশ পুরুষই সঙ্গমের পর বিছানার নিচে বা পাশে কনডম ফেলে রাখেন। কিন্তু এই পদ্ধতি একেবারে ভুল। এটা একেবারেই করা উচিত নয়।
কারণ, সঙ্গমের পর এইভাবে কনডোম যেখানে সেখানে ফেলে রাখলে নিজের তো বটেই এর সঙ্গে সঙ্গীর, সন্তান বা অন্যান্য সদস্যদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
সঙ্গমের পর বিছানা থেকে নেমে কনডম খুলে ফেলুন। শুয়ে শুয়ে কনডম খুললে বিছানার চাদরে বীর্যরস লেগে যেতে পারে। বাড়তে পারে ব্যাক্টেরিয়ার সংক্রমিত হওয়ার আশঙ্কা।