scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Almond Oil Benefits : নারকেল তেলের সঙ্গে এই জিনিস মিশিয়ে মুখে লাগান, গ্ল্যামার ফেটে পড়বে

Almond Oil
  • 1/6

বাদাম এমনই একটি ড্রাই ফ্রুট যা শুধু খাবার হিসেবেই উপকারে লাগে না, এর তেলেরও প্রচুর উপকার (Almond Oil Benefits)। প্রথমেই জেনে নেওয়া যাক বাদামে কোন কোন পুষ্টি উপাদান পাওয়া যায়।

Almond Oil
  • 2/6

প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন বি৬, ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি উপাদান রয়েছে বাদামে। এই সমস্ত উপাদানই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এবার চলুন জেনে নেওয়া যাক বাদাম তেলের উপকারগুলি।

Almond Oil
  • 3/6

১. ঠান্ডা আবহাওয়ায় হাত এবং পায়ে বাদামের তেল লাগাতে ভুলবেন না। এতে থাকা ভিটামিন ই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

Advertisement
Almond Oil
  • 4/6

২. এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে জমে থাকা ময়লা বের করে দেয়। এর ফলে ত্বকের ব্রণ বের হয় না।

Almond Oil
  • 5/6

৩. এই তেল মুখের মেকআপ তুলতে সাহায্য করে। তাই বাদাম তেল ব্যবহার করলে মেকআপ তুলতে দামি রিমুভার লাগবে না।
 

Almond Oil
  • 6/6

৪. বাদাম তেল মুখের অকাল বলিরেখা কমাতেও মিশেষভাবে কার্যকরী। এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে মুখে ম্যাসাজ করলেও উপকার পাওয়া যায়।
 

আরও পড়ুন - হাসিনা-খাত্রা সাক্ষাৎ, ভারতকে 'বিশ্বস্ত বন্ধু' বললেন বাংলাদেশের PM

Advertisement