দিনে সাড়ে তিনশো। রাতে ওই একই ইলিশ আড়াইশো। এও কী সম্ভব ! এমনই বেয়াক্কেলেভাবে দাম কমে চলেছে ইলিশের। বাংলাদেশে এখন ইলিশের মহাসেল।
দেড় হাজারি ইলিশ কদিন আগেই নেমেছিল সাড়ে ৩০০ টাকায়। ওই ইলিশই এখন রাতে বিক্রি হচ্ছে আড়াইশো টাকায়। এমনটাও সম্ভব !
এমনটাই ঘটনা ঘটছে বাংলাদেশের বরগুনায়। মাইকিং করে ফেরি করে বিক্রি করা হচ্ছে ইলিশ। তাই বাজারে গেলেই জিনিসের দাম দেড় হাজার টাকা।
৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ফেরিওয়ালা বিক্রি করছে সাড়ে ৩০০ টাকায়। দুদিন ধরে আচমকা সেটাই রাতের দিকে ক্রেতা কমে যাওয়ায় হুড়মুড়িয়ে আড়াইশো টাকায় নেমে গিয়েছে।
তবে সবাই অবশ্য এই দামে বিক্রি করতে পারেননি। কারণ যারা পাথরঘাটা থেকে ইলিশ এনে বেচেছেন, তারাই শুধুমাত্র এই দামে বিক্রি করেছেন।
যাদের দিনের বেলা ভালো বিক্রি হয়েছে, তারাই রাতে সস্তা দরে বেচে দায় মুক্ত হয়েছেন। তবে এত সস্তায় ইলিশ কীভাবে দেওয়া হচ্ছে, তা নিয়ে চিন্তিত বাংলাদেশ সরকারও।
বরগুনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন এত সস্তায় ইলিশ কীভাবে তা তদন্ত করে দেখা হবে। ইলিশের নামে অন্য কোনও মাছ গছিয়ে দেওয়া হচ্ছে না তো !
কিংবা বাজে পুরনো মাছ সস্তায় চালানো হচ্ছে কি না, সে বিষয়টিও তারা নজর রাখছেন। কারণ তাহলে তাঁরা ব্যবস্থা নেবেন বলেও জানিয়ে দিয়েছেন।