গ্রীষ্মের পর বৃষ্টি শুরু হলেই বাড়িতে উৎপাত শুরু করে পিঁপড়ে। জামা-কাপড় থেকে শুরু করে মেঝে বা দেওয়ার সব জায়গায় পিঁপড়ে দেখা যায়
ঘরে পিঁপড়ে হওয়া খুব স্বাভাবিক ঘটনা। তবে পিঁপড়ে তাড়ানোর জন্য অনেকে বাজার থেকে বিষাক্ত রাসায়নিক কিনে আনেন। যা স্বাস্থ্যের ক্ষতিকর হতে পারে। তাই ঘরোয়া পদ্ধতিতে পিঁপড়ের উপদ্রব কমাতে পারেন। কীভাবে? জানুন।
যে সব জায়গায় পিঁপড়ে দেখা যাচ্ছে, সেখানে লেবুর রস বা খোসা দিতে পারেন। তাহলে পিঁপড়ে কমে যাবে। ঘর মোছার সময়ও জলে লেবুর রস মেশাতে পারেন। তাহলে সমাধান পাবেন।
আরও সহজ উপায় হল, যেখানে পিঁপড়ে বাসা বেঁধেছে সেখানে জল ছিটিয়ে দিন। তাহলে পিঁপড়ের উপদ্রব কমতে পারে। তবে ফের বাসা বাঁধার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গোলমরিচ পিঁপড়ের যম। পিপিলিকার প্রবেশপথে গোলমরিচ ছড়িয়ে রাখুন। গোলমরিচ এবং জলের মিশ্রণও ছড়িয়ে দিতে পারেন।
আবার শুকনো লঙ্কা গরম করে রাখতে পারেন পিঁপড়ের বাসার কাছে বা রাস্তার। দেখবেন পিঁপড়ে বাসা ভেঙে দিয়েছে।