scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Ant Problem : বাড়িতে পিঁপড়ের উৎপাত? রইল সমস্যা সমাধানের টোটকা

বাড়িতে পিঁপড়ের উৎপাত? রইল সমস্যা সমাধানের টোটকা
  • 1/7

গ্রীষ্মের পর বৃষ্টি শুরু হলেই বাড়িতে উৎপাত শুরু করে পিঁপড়ে। জামা-কাপড় থেকে শুরু করে মেঝে বা দেওয়ার সব জায়গায় পিঁপড়ে দেখা যায়

বাড়িতে পিঁপড়ের উৎপাত? রইল সমস্যা সমাধানের টোটকা
  • 2/7

ঘরে পিঁপড়ে হওয়া খুব স্বাভাবিক ঘটনা। তবে পিঁপড়ে তাড়ানোর জন্য অনেকে বাজার থেকে বিষাক্ত রাসায়নিক কিনে আনেন। যা স্বাস্থ্যের ক্ষতিকর হতে পারে। তাই ঘরোয়া পদ্ধতিতে পিঁপড়ের উপদ্রব কমাতে পারেন। কীভাবে? জানুন। 

বাড়িতে পিঁপড়ের উৎপাত? রইল সমস্যা সমাধানের টোটকা
  • 3/7

যে সব জায়গায় পিঁপড়ে দেখা যাচ্ছে, সেখানে লেবুর রস বা খোসা দিতে পারেন। তাহলে পিঁপড়ে কমে যাবে। ঘর মোছার সময়ও জলে লেবুর রস মেশাতে পারেন। তাহলে সমাধান পাবেন।

Advertisement
বাড়িতে পিঁপড়ের উৎপাত? রইল সমস্যা সমাধানের টোটকা
  • 4/7

আরও সহজ উপায় হল, যেখানে পিঁপড়ে বাসা বেঁধেছে সেখানে জল ছিটিয়ে দিন। তাহলে পিঁপড়ের উপদ্রব কমতে পারে। তবে ফের বাসা বাঁধার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

বাড়িতে পিঁপড়ের উৎপাত? রইল সমস্যা সমাধানের টোটকা
  • 5/7

গোলমরিচ পিঁপড়ের যম। পিপিলিকার প্রবেশপথে গোলমরিচ ছড়িয়ে রাখুন। গোলমরিচ এবং জলের মিশ্রণও ছড়িয়ে দিতে পারেন। 

বাড়িতে পিঁপড়ের উৎপাত? রইল সমস্যা সমাধানের টোটকা
  • 6/7

আবার শুকনো লঙ্কা গরম করে রাখতে পারেন পিঁপড়ের বাসার কাছে বা রাস্তার। দেখবেন পিঁপড়ে বাসা ভেঙে দিয়েছে। 

বাড়িতে পিঁপড়ের উৎপাত? রইল সমস্যা সমাধানের টোটকা
  • 7/7

নুন দিয়েও পিঁপড়ের উপদ্রব কমাতে পারেন। ঘরের কোণে অথবা কোনও ফাটলে নুন ছড়িয়ে রাখুন। এছাড়া, গরম জলে নুন মিশিয়ে তা ছড়াতে পারেন ঘরে। তাহলে কমে যাবে পিঁপড়ের উপদ্রব। 

Advertisement