বেশির ভাগ মানুষই নিজেকে সুন্দর দেখতে চান।বিশেষত নারীরা নিজেদের সৌন্দর্য্যের ব্যাপারে অনেক বেশি সচেতন। তবে কাজের ব্যস্ততার ফাঁকে নিজের জন্যে সময় বের করা খুব কঠিন।
দীর্ঘদিনের অযত্নের ফলে ত্বক ও চুলের নানা সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয় তা হল- ত্বকে বার্ধক্যের ছাপ পরা। তবে এই সমস্যার সমাধান করতে পারে রসুন।
দীর্ঘদিনের অযত্নের ফলে ত্বক ও চুলের নানা সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয় তা হল- ত্বকে বার্ধক্যের ছাপ পরা। তবে এই সমস্যার সমাধান করতে পারে রসুন।
রসুন বলিরেখা পড়তে দেয় না। তেমন ব্রণ হওয়া থেকে আটকায়। শুধু তাই নয় চুল পড়া ও খুশকি দূর করতেও অব্যর্থ রসুন।
রসুনের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে প্রায় ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এতে বলিরেখা দূর হবে।
রসুনে মজুত অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকে ব্রণ হতে দেয় না। ব্রণর ওপর রসুন লাগালে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।
রসুনের রস, অল্প মধুর সঙ্গে মিশিয়ে তুলোয় করে ব্রণর ওপরে লাগান। ৫-১০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। নিশ্চিত উপকার পাবেন এতে।
ব্ল্যাকহেডস দূর করতে টমেটো ও রসুনের পেস্ট তৈরি করুন পরিমাণ মতো। এরপর সেটি সারা মুখে লাগিয়ে প্রায় ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
চুল পড়া রোধ করতে রসুনের পেস্ট বানিয়ে চুলের গোড়ায় লাগান। নতুন চুল গজাবে। এছাড়াও গরম তেলে রসুন মিশিয়ে মাথায় ম্যাসাজ করলেও কাজ হবে। এই তেল লাগানোর ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিতে হবে।