scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Bone Cancer: কীভাবে বুঝবেন আপনার দেহে থাবা বসিয়েছে বোন ক্যানসার?

বোন ক্যানসার
  • 1/8

ভারতে ক্যানসারের(Cancer) প্রকোপ গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। বিশেষ করে দৈনন্দিন জীবনে নানা ধরনের পরিবর্তনের কারণেই এই মারণ রোগ দানা বাঁধতে শুরু করেছে। এখনই সতেচন না হলে, প্রায় প্রতিটি বাড়িতেই ক্যানসারের প্রকোপ দেখা দিতে পারে। ফুসফুসে ক্যানসার(Lung Cancer), ব্লাড ক্যানসার(Blood Cancer) থেকে ব্রেস্ট ও ওভারিয়ান ক্যানসার এখন অত্যন্ত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজ আমরা যা নিয়ে আলোচনা করবো তা কিছুটা অনিয়মিত। কাজেই কার্যত সব কিছুর আড়ালেই, আপনার শরীরে দানা বাঁধতে পারে হাড়ের ক্যানসার বা যাকে ইংরাজিতে বলা হয় বোন ক্যানসার(Bone Cancer)। 

বোন ক্যানসার
  • 2/8

করোনাকালে মানুষ প্রায় ২ বছর ধরেই গৃহবন্দি। ওয়ার্ক ফ্রম হোম থেকে স্কুল ফ্রম হোম, এমনকি করোনা সংক্রমণের ভয়েও অনেকে বাইরে যাচ্ছেন না। এই পরিস্থিতিতে ঘরে ঘরে যে সমস্যা দেখা দিয়েছে তা হল ভিটামিম- ডি৩(Vitamin-D3)। এই ভিটামিন সাধারণ ভাবে সূর্যের তেজ ও কিছু খাবারের থেকে মানব দেহে আসে। হাড় শক্ত করতে সাহায্য করে। বর্তমানে সেই অভাবেই ভুগছেন বহু মানুষ। ফলে দুর্বল হচ্ছে হাড়। আর তাতে দানা বাঁধছে ক্যানসারের মতো মারাত্মক অসুখ।

বোন ক্যানসার
  • 3/8

দেশের অন্যান্য অংশে ক্যানসার দানা বাঁধলে তা কিছুদিন পর থেকেই সিগন্যাল দিতে শুরু করে দেয়। কিন্তু, বোন ক্যানসারের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে শেষ মুহূর্ত পর্যন্ত কোনও বড় ধরনের সিগন্যাল মেলে না। তাই অনেক ক্ষেত্রেই বোঝা সম্ভব হয় না যে আপনা আক্রান্ত।

Advertisement
বোন ক্যানসার
  • 4/8

কীভাবে বুঝবেন আপনার হাড়ে সমস্যা দেখা দিয়েছে?

হাড়ের বিভিন্ন ধরনের ক্যানসার দেখা দিতে পারে। তবে, তার মধ্যে দুটি ভাগ রয়েছে। একটি শরীরের বাকি অংশ ছড়ায় না। অপরটি শরীরের বাকি অংশে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমটির ক্ষেত্রে তুলনা মূলক ভাবে প্রায় সংশয় কম থাকলেও, পরেরটির ক্ষেত্রে তা অনেকটাই বেশি। তাই হাড়ের সমস্যা দেখলে তা ফেলে রাখবেন না। এতে ক্রমেই নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। সাধারণ ভাবে ডিএনএ-র সমস্যার জন্যই হাড়ে থাকা সেল বা কোষ ভাঙতে শুরু করে। তাতেই দেখা দেয় ক্যানসার। এক্ষেত্রে বলে রাখা ভাল, হাড়ে ক্যানসারের মতো মারণ ভাইরাস জমা হওয়ার আগে অনেক সময়ই ব্যাথা অনুভূত হয়। যখনই, একই জায়গায় বারবার ব্যথা অনুভূত হতে থাকবে, তখন তা আর ফেলে রাখা ঠিক নয়। দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলে পরীক্ষা করান। 

বোন ক্যানসার
  • 5/8

কিছু ক্ষেত্রে আপনি হাড়ের কোনও নির্দিষ্ট জায়গায় টিউমারও লক্ষ্য করতে পারেন। সেখানে ব্যথা বা জল জমার মতো পরিস্থিতিও হতে পারে। এই ক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পরীক্ষা করান।

বোন ক্যানসার
  • 6/8

তবে, অনেকসময় সাধারণ কিছু ভ্রান্ত ধারণা শোনা যায়, যে হাড়ে চিড় ধরলে, বা ভেঙে গেলে সেখান থেকে ক্যানসারের জন্ম নিতে পারে। এই ভ্রান্ত ধারণা কখনই নিজের মনে ধরে রাখবেন না। এর থেকে আসল রোগের ওপর ধ্যান সরে যেতে পারে।

বোন ক্যানসার
  • 7/8

বোন ক্যানসারের চিকিৎসা

আর পাঁচটা ক্যানসারের মতোই এই ক্যানসারের চিকিৎসাতেও রেডিয়েশনের ব্যবহার করা হয়। অত্যন্ত কড়া এক্স-রে ব্যবহার করে ক্যানসারের সেলকে মেরে ফেলা হয়। ফলে রোগী অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। 

Advertisement
বোন ক্যানসার
  • 8/8

কেমোথেরাপি হল অপর একটি চিকিৎসা ব্যবস্থা যার সাহায্যে বোন ক্যানসারের সমস্যা মেটানো হয়। এই পদ্ধতিতে হাড়ে তৈরি হওয়া টিউমার মেরে ফেলা হয়। তবে, সাধারণ ভাবে ম্যালিগন্যান্ট ক্যানসারের ক্ষেত্রে রোগীদের চিকিৎসার জন্য রীতিমতো সমস্যায় পড়তে হয়।

Advertisement