scorecardresearch
 
Advertisement
খেলা

মডেল নন, ইনি একজন অলিম্পিক ফেরত খেলোয়াড়, চিনতে পারছেন!

ভিনেশ ফোগট ১
 • 1/12

চিনতে পারছেন এই স্টাইল ডিভাকে ? কী ভাবছেন ? কোথায় যেন দেখেছি। কিন্তু মনে করতে পারছি না ! ঘাবড়াবার কিছু নেই। ভাল করে দেখুন।

ভিনেশ ফোগট ২
 • 2/12

অলিম্পিকের খেলা ভালভাবে দেখছেন ? তাহলে অল্প স্বল্প চেনার কথা। এবার মনে পড়ছে তো ! হ্যাঁ। ঠিকই ধরেছেন এই স্টাইল ডিভা কোনও পেশাদার মডেল নন।

ভিনেশ ফোগট ৩
 • 3/12

ইনি ভারতীয় কুস্তির অন্যতম প্রতিভাশালী খেলোয়াড়। বৃহস্পতিবারই যিনি কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। ফলে পদক জয় এবার অধরা।

Advertisement
ভিনেশ ফোগট ৪
 • 4/12

তবে এবারের মতো পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলেও টেম্পারমেন্ট ধরে রাখতে পারলে তিনি আগামীবার নিশ্চয় সাফল্য পাবেন, এমন আশা কুস্তি ফেডারেশনের।

ভিনেশ ফোগট ৫
 • 5/12

তবে হেরে গেলেও গুগল সহ বিভিন্ন সার্চে তিনি এখন ট্রেন্ডিং। কুস্তিগির হিসেবে তিনি রয়্যাল ফ্যামিলির সদস্য হলেও কুস্তির বাইরেও তিনি ফ্যাশনেবল বলে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।

ভিনেশ ফোগট ৬
 • 6/12

ভারতীয় মহিলা খেলোয়াড়দের মধ্যে যাঁরা হার্টথ্রব, তাঁদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন ভিনেশ ফোগট। আখড়া বা রিংয়ের বাইরে তাঁর স্টাইল স্টেটমেন্ট রীতিমতো ঈর্ষনীয়।

ভিনেশ ফোগট ৭
 • 7/12

এমনই কিছু ফটোশুট করিয়েছিলেন তিনি। যা এখন ভিনেশ ফোগট লিখে সার্চ করলেই সামনে উঠে আসছে। রীতিমতো ট্রেন্ডিং তিনি।

Advertisement
ভিনেশ ফোগট ৮
 • 8/12

ফলে অনেকেই মনে করছেন পদক হারালেও তাঁর কাছে বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট এখন শুধু সময়ের অপেক্ষা। ভিনেশ নিজে কী ভাবছেন তা অবশ্য এখনও জানা যায়নি।

ভিনেশ ফোগট ৯
 • 9/12

ভিনেশ ফোগট ২৫ অগাস্ট ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন ভারতীয় মহিলা ফ্রিস্টাইল কুস্তিগীর। যিনি ২০১৪ সালে ও ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক এবং ২০১৮ জাকার্তায় এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন।

ভিনেশ ফোগট ১০
 • 10/12

ভিনেশ ফোগট কুস্তিগীর মহাভীর সিং ফোগটের ছোট ভাই রাজপালের মেয়ে এবং কুস্তিগীর গীতা ফোগট ও ববিতা কুমারীর খুড়তুতো বোন।

ভিনেশ ফোগট ১১
 • 11/12

তাঁর খুড়তুত বোনেরাও সকলে কুস্তিগীর। প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার জন্য তার বাবা ও জ্যাঠা হরিয়ানায় তাদের গ্রামে ব্যাপক চাপ ও বিরোধিতা মোকাবিলা করতে হয়েছে। তাঁদের লড়াই ভিনেশের জন্য পন্থা সহজ করেছে।

Advertisement
ভিনেশ ফোগট ১২
 • 12/12

ফলে ভিনেশ এখন অনেক খোলামনে রিংয়ে নামতে পারেন। তিনি কমনওয়েলথ গেম, এশিয়ান গেমস সহ বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন।

Advertisement