লড়াই নিয়েই তাঁর জীবন। ক্যান্সারের পর ব্রেন স্ট্রোক। গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সেই থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রয়েছেন ভেন্টিলেশনে।
হাওড়ার এক বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর শরীরে সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। জ্বর আপাতত নেই। সি-প্যাপ মোডে রয়েছেন। ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে রাখায় আচ্ছন্নভাব রয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, ঐন্দ্রিলার শরীরে যে লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে তা বেশ ইতিবাচক। তিনি যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। কীভাবে হয় ব্রেন স্ট্রোক? সাবধান থাকতে আগে থেকেই কী ব্যবস্থা নেওয়া যায়?
ব্রেন স্ট্রোক হলে মস্তিষ্কের কোনও অংশে সঠিকভাবে রক্ত সরবরাহ হয় না। যে কারণে মস্তিষ্কের টিস্যু অক্সিজেন ও পুষ্টি পায় না। মস্তিষ্কের কোষ মরতে শুরু করে, তাই স্ট্রোকের মতো রোগ হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রায় ৮৫ শতাংশ স্ট্রোক ইস্কেমিক প্রকৃতির। দেশে স্ট্রোকের জন্য দায়ী কিছু সাধারণ কারণ হল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান এবং ডিসলিপিডেমিয়া ইত্যাদি।
বিশেষজ্ঞরা আরও বলেন, স্ট্রোক একটি জরুরি অবস্থা। যা সময়মতো চিকিৎসা করা খুবই জরুরি। কারণ, সময়মতো চিকিৎসা হলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জীবনযাত্রায় কিছু পরিবর্তন করে এই রোগ থেকে বাঁচতে পারেন।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের রোগীদের ব্রেন স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। এখন কম বয়সীদেরও হাইপার টেনশন হতে শুরু করেছে। তাই ব্রেন স্ট্রোকের মতো রোগের শিকার হচ্ছেন অনেকেই।