Advertisement
লাইফস্টাইল

Brass Metal Copper Utensils Cleaning Hacks: পুজোর আগেই তামা, পিতলের বাসন ও মূর্তি চকচকে করুন এভাবে! রইল টোটকা

Brass Metal Bronze Cleaning
  • 1/11

কাঁসা- পিতলের ব্যবহার করার রীতি প্রাচীন যুগ থেকে চলে আসছে। বাসন, পাত্র বা পিতলের মূর্তি থাকে বহু মানুষের বাড়িতে। বহু হিন্দু বাড়িতে পিতলের শিবলিঙ্গ, লক্ষ্মী- গণেশ থাকে। এছাড়াও মহাদেবের বাহন নন্দী, সাপ বা ত্রিশূল হয় পিতলের। 

Brass Metal Bronze Cleaning
  • 2/11

সাধারণত যে কোনও পুজোর আগে তামা- পিতলের বাসন নামিয়ে তা মেজে নিতে হয়। এছাড়াও পিতলের মূর্তি পরিষ্কার করা হয়। জানুন, কাঁসা-পিতলের বাসন- মূর্তি পরিষ্কার করার উপায় কী? 

Brass Metal Bronze Cleaning
  • 3/11

তামা ও পিতলের জিনিস দ্রুত কালো হয়ে যায় এবং সেগুলি পরিষ্কার করতে অনেক পরিশ্রম লাগে। জানুন এসব বাসন পরিষ্কার করার সহজ ও  ঘরোয়া কিছু উপায়। 

Advertisement
Brass Metal Bronze Cleaning
  • 4/11

লেবুর রস ও লবণের মিশ্রণ পিতলের বাসন পরিষ্কার করতে খুব সহায়ক। এর জন্য এক চা চামচ লবণে, লেবুর রস মিশিয়ে পিতলের ওপর কিছুক্ষণ ঘষে নিন। কিছুক্ষণ পর গরম জল দিয়ে পাত্রটি ধুয়ে নিন। 

Brass Metal Bronze Cleaning
  • 5/11

এছাড়া দাগ পড়ে যাওয়া পাত্রের চারদিকে তেঁতুলের জল লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে পাত্র ভাল ভাবে ঘষে পরিষ্কার করুন। কিছুক্ষণের মধ্যে নতুন পাত্রের মতো চকচক করতে শুরু করবে।

Brass Metal Bronze Cleaning
  • 6/11

ভিনেগারে লবণ মিশিয়ে পিতলের পাত্রে কিছুক্ষণ রেখে দিল, কালো দাগ দূর হতে শুরু করবে এবং বাসন চকচকে হবে। লবণ- ভিনেগারের এই মিশ্রণে তামার প্লেট, বাটি ইত্যাদি পরিষ্কার করতে পারেন।

Brass Metal Bronze Cleaning
  • 7/11

 তামার পাত্র পরিষ্কার করতে সামান্য তেঁতুল এক কাপ জলে আধ ঘণ্টা রেখে, এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। 

Advertisement
Brass Metal Bronze Cleaning
  • 8/11

শুনতে অবাক লাগলেও কেচ-আপও পিতলের বাসন পরিষ্কার করার একটা দারুণ উপাদান। স্বল্প কেচ-আপ নিয়ে একটা পরিষ্কার কাপড়ের উপর ছিটিয়ে নিতে হবে। এরপর সেই কাপড় দিয়ে পিতলের বাসন ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
 

Brass Metal Bronze Cleaning
  • 9/11

পলিশ করার পরে সুরক্ষিত রাখতে পিতলের জিনিসে পলিইউরেথিন প্রলেপ দিয়ে রাখা যেতে পারে, এতে চকচকেভাব বজায় থাকে।

Brass Metal Bronze Cleaning
  • 10/11

যারা নিয়মিত তামা- পিতলের বাসনপত্র বা মূর্তি ব্যবহার করেন, ফেলে না রেখে প্রতিদিন এই ধরনের পাত্র পরিষ্কার করার চেষ্টা করুন। এতে আপনার খাটনি অনেক কম হবে। 

Brass Metal Bronze Cleaning
  • 11/11

এছাড়া প্রয়োজন ছাড়া পিতলের জিনিসে হাত দেওয়া উচিত না। হাতে থাকা তেল এতে কালশিটেভাব তৈরি করে।কড়া ডিশওয়াশার, ডিটার্জেন্ট বা অ্যামোনিয়া সমৃদ্ধ পণ্য এতে ব্যবহার না করা ভাল।

Advertisement