Advertisement
লাইফস্টাইল

Durgapuja 2025 Chilapata Forest: জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন দুর্গাপুজোর অঞ্জলি, ডুয়ার্সের কোথায় জব্বর বন্দোবস্ত

জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন অঞ্জলি
  • 1/10

Durgapuja 2025 Chilapata Forest: জঙ্গলের কোলে, সবুজে ঘেরা পরিবেশে শঙ্খধ্বনি আর ধূপ-ধুনোর গন্ধে মুখরিত হয় চিলাপাতার দুর্গাপুজো। চিলাপাতা রেঞ্জ অফিস চত্বরে দুর্গা মন্দিরের সামনে তৈরি হচ্ছে এক মনোরম মণ্ডপ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পর্যটকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন এই পুজোর জন্য।

জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন অঞ্জলি
  • 2/10

চিলাপাতা রেঞ্জ অফিসের রেঞ্জ অফিসার ও পুজো কমিটির সভাপতি সুদীপ্ত ঘোষ জানালেন, “প্রতিবছরের মতো এবারও নিয়ম মেনে হবে পুজো। তবে এবছর একটু বাড়তি চমক থাকছে মণ্ডপ ও সাজসজ্জায়। দর্শনার্থীদের মন কাড়বে সেটাই আমাদের লক্ষ্য।”

 

জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন অঞ্জলি
  • 3/10

এই দুর্গাপুজোর শুরু ১৯৮০ সালে। তৎকালীন রেঞ্জ অফিসার মণীন্দ্র সাহার উদ্যোগে খড়ের ছাউনি দিয়ে শুরু হয়েছিল পুজো। সময়ের সঙ্গে বদলেছে রূপ। আজ কংক্রিটের মন্দির, পাকা মণ্ডপ, আর আলোয় ভরা আয়োজনের মধ্যে দিয়ে এই পুজো রীতিমতো উৎসবে রূপ নিয়েছে।

 

Advertisement
জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন অঞ্জলি
  • 4/10

বর্তমানে চিলাপাতা ফরেস্ট রিক্রিয়েশন ক্লাব ও স্থানীয়দের গড়া নব যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই পুজো। রেঞ্জ অফিসের কর্মী থেকে শুরু করে আশপাশের বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নেন। এই বছর দুর্গোৎসব পদার্পণ করছে ৪৫তম বছরে।

 

জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন অঞ্জলি
  • 5/10

পুজোর খরচ মেটাতে চাঁদা আসে বনকর্মীদের কাছ থেকে। বানিয়া বিট, মেন্দাবাড়ি বিটের কর্মীরা চাঁদা দেন, সঙ্গে যুক্ত হন স্থানীয় পর্যটন ব্যবসায়ী এবং সাধারণ গ্রামবাসীরাও। এক কথায়, সমবেত প্রচেষ্টাতেই রূপ পায় এই জঙ্গলের পুজো।

 

জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন অঞ্জলি
  • 6/10

অষ্টমীর দিন বিশেষভাবে জনপ্রিয়। এদিন অঞ্জলি দিতে এবং ভোগের প্রসাদ গ্রহণ করতে দূরদূরান্ত থেকে ভিড় করেন বহু মানুষ। স্থানীয়দের পাশাপাশি বহু পর্যটকও পুজোর এই বিশেষ দিনে শামিল হন।

 

জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন অঞ্জলি
  • 7/10

দুর্গাপুজোর ক’দিন চিলাপাতার পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। প্যান্ডেল ঘিরে জমে ওঠে আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও নানা নৃত্য পরিবেশনা। রাভা ও আদিবাসী সম্প্রদায়ের লোকনৃত্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এই সময়।

 

 

Advertisement
জঙ্গলে ঘুরতে গিয়েও দিতে পারবেন অঞ্জলি
  • 8/10

এই পুজোর আর এক বিশেষ দিক হল, এর সর্বজনীনতা। রেঞ্জ অফিসের কর্মী, মাহুত, গাইড, বনকর্মী থেকে শুরু করে ডাবরি, মেন্দাবাড়ি, চিলাপাতা বিটের বস্তিবাসীরা সকলে মিলেমিশে এই পুজোয় সামিল হন। সামাজিক মেলবন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই আয়োজন।

জঙ্গলে অঞ্জলি
  • 9/10

পুজোর সময় চিলাপাতা পর্যটন কেন্দ্রেও থাকে বাড়তি ভিড়। অনেকে নির্জন প্রকৃতির মাঝে কয়েকদিন সময় কাটাতে আসেন। আর সেখানেই জঙ্গলের বুক চিরে দেখা মেলে এক ঐতিহ্যবাহী, ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনের ছবির, চিলাপাতার দুর্গাপুজো।

 

 

জঙ্গলে অঞ্জলি
  • 10/10

সব মিলিয়ে, প্রকৃতি আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এই পুজো। নিয়ম-রীতি মেনে আয়োজিত হয় উৎসব, কিন্তু তাতে থাকে লোকজ সৌন্দর্যের ছাপ। চিলাপাতার এই দুর্গাপুজো নিঃসন্দেহে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় ও হৃদয়স্পর্শী উৎসব হয়ে উঠেছে।

Advertisement