Advertisement
লাইফস্টাইল

Wedding Shopping Tips: বিয়ের কেনাকাটা শুরুর আগে মাথায় রাখুন এই কথা! সস্তায় সেরা শপিং হবে

indian Wedding
  • 1/9

ভারতে বিয়ের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দোকানে- বাজারে চরম প্রস্তুতি ও উত্তেজনা দেখা যাচ্ছে।

marriage plans
  • 2/9

প্রতিটি পরিবার চায় তাদের বাড়ির বিয়ে বিশেষ এবং স্মরণীয় হোক। কিন্তু এই ইচ্ছে পূরণে বাধা হয় দাঁড়ায় বাজেট। কারণ কথাতেই বলে 'যত গুড় তত মিঠা'। অর্থাৎ ইচ্ছে পূরণ করতে গেলে, পর্যাপ্ত অর্থের সংস্থান থাকাও জরুরি। 
 

shopping
  • 3/9

বিয়ের প্রস্তুতি শুরু হয় পোশাক কেনাকাটা দিয়ে। শুধু বর বা কনের পোশাক নয়, পরিবার ও পরিজনের জন্যেও শপিং করতে হয়। কীভাবে বিয়ের কেনাকাটা সহজ এবং সস্তা করে তুলবেন? রইল কিছু টিপস। 

Advertisement
Wedding shopping
  • 4/9

কখনও একা বিয়ের কেনাকাটা করতে যাবেন না। অভিজ্ঞ কাউকে সঙ্গে নিন। এতে পোশাক কেনা সহজ হবে।

Wedding dresses
  • 5/9

কেনাকাটা শুরু করার আগে, আপনি কার জন্য কেনাকাটা করছেন তা ঠিক করুন এবং সেই অনুযায়ী দোকানে যান।

marriage shopping
  • 6/9

বিয়ের কেনাকাটা শুরু করার আগে, একটি বাজেট তৈরি করুন এবং প্রতিটি পোশাকের জন্য আপনি কত খরচ করতে চান তা নির্ধারণ করুন।

mariage shopping
  • 7/9

কেনাকাটা করার আগে, আপনি কী ধরণের পোশাক চান তা নিশ্চিত করুন। অনলাইনে দেখে একটা হোমওয়ার্ক করে নিন। এর পর সেই মতো কোন মার্কেটে যাবেন সেই সিদ্ধান্ত নিন। সেখান থেকে আপনার পছন্দের পোশাক খুঁজে বের করা সহজ হবে।
 

Advertisement
Wedding
  • 8/9

একেবারে শেষ মুহূর্তের জন্য কেনাকাটা ফেলে রাখবেন না। নয়তো কম সময় থাকার কারণে তাড়াহুড়োতে একদিকে যেমন সেরা জিনিসটা বেছে নেওয়া কঠিন হবে। অন্যদিকে বেশি টাকা খরচ হতে পারে। 
 

Wedding season gold price
  • 9/9

বিয়ের পোশাক কেনাকাটা শেষ করার পরে, গয়না, জুতো ও অন্যান্য সাজ- সরঞ্জামের জিনিস কেনার চেষ্টা করুন। 

Advertisement