ঋতুকালে বা পিরিয়ড চলাকালীন সঙ্গম নিয়ে অনেক রকম ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। অনেকে মনে করেন ঋতুকালে সঙ্গম অত্যন্ত অস্বাস্থ্যকর! অনেকের মতে, পিরিয়ডের সময় সঙ্গম করলে ঋতুকালীন যন্ত্রণা কিছুটা লাঘব হয়।
আবার এমনও ধারণা রয়েছে, ঋতুস্রাব চলাকালীন সঙ্গমে লিপ্ত হলে এড়ানো যায় অবাঞ্ছিত গর্ভধারণের ঝুঁকি। সত্যিই কি ঋতুস্রাবের সময় সঙ্গমে গর্ভধারণের কোনও ঝুঁকি থাকে না? চলুন এ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
অবাঞ্ছিত গর্ভাবস্থার ঝুঁকি এড়াতে অনেকেই ঋতুস্রাবের সময় বা তার ৭ দিন পরে কন্ডোম বা তেমন কোনও সাবধানতা অবলম্বন না করেই সঙ্গমে লিপ্ত হন। তবে এই পদ্ধতিতেও অবাঞ্ছিত গর্ভাবস্থার ঝুঁকি কিন্তু থেকেই যায়।
চিকিৎসকদের মতে, নিরাপদ সঙ্গমের সময় বা ‘সেফ পিরিয়ড’-এও সঙ্গমে গর্ভধারণের ঝুঁকি কিন্তু থেকেই যায়। যদি কোনও মহিলার ঋতুকাল (মেন্সট্রুয়াল সাইকেল) ২৮ দিন বা ৩০ দিন বা তারও বেশি দিন পর পর হয়, তাহলে সে ক্ষেত্রে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম থাকে।
তবে যদি কারও ঋতুকাল (মেন্সট্রুয়াল সাইকেল) ২০ থেকে ২৪ দিনের মধ্যে হয়, সে ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি! কারণ, এ ক্ষেত্রে ‘সেফ পিরিয়ড’-এ মিলিত হলেও অবাঞ্ছিত গর্ভাবস্থার ঝুঁকি থেকেই যায়।
যদি কারও ঋতুকাল (মেন্সট্রুয়াল সাইকেল) ২০ থেকে ২৪ দিনের মধ্যে হয়, তার অর্থ হল তার ওভ্যুলেশন বা ডিম্বস্ফোটন নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে।