scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Lamahata Eco park Tourism Centre: ঘুরে আসুন মুখ্যমন্ত্রীর 'আবিষ্কৃত' লামাহাটায়, রইল থাকা-খাওয়ার হদিশ, PHOTOS

লামাহাটা
  • 1/8

Lamahata Eco park Tourism Centre: উত্তরবঙ্গের অফবিট পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল লামাহাটা। যাঁরা দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তাঁদের কাছে অন্যতম পছন্দের জায়গা। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের একদিকে খাড়া পাইনের বন, অন্যদিকে খাড়া নেমে গিয়েছে গভীর খাদ। সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের খনি লামাহাটা।

লামাহাটা
  • 2/8

বৃহস্পতিবারই ধনধান্য স্টেডিয়ামের উদ্বোধনে গিয়ে লামাহাট্টার সেই অপরূপ সৌন্দর্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত অখ্য়াত এক জনপদকে তিনিই সর্বসমক্ষে তুলে ধরার বন্দোবস্ত করেছিলেন। পাহাড় সফরের সময় সেখানকার ভিউ তাঁর এত পছন্দ হয়ে যায়, তিনি জায়গাটিকে সাজিয়ে তুলতে পর্যটন দফতরকে নির্দেশ দেন। 

লামাহাটা
  • 3/8

লামাহাটা নামের ইতিহাস

দার্জিলিং থেকে ২১কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট গ্রাম হল এই লামাহাটা (Lamahatta), লামাহাটা উচ্চতা প্রায় ৫৭০০ ফিট। মূলত শেরপা, ভুটিয়া তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি । লামা কথার অর্থ হল বৌদ্ধ ভিক্ষু এবং হাটা কথার অর্থ হল বাসস্থান অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন। ভারতীয় সরকার তিব্বতি লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন। সেকারণেই এখানকার নাম লামাহাটা।

Advertisement
লামাহাটা
  • 4/8

লামাহাটা ইকো পার্ক

লামাহাটা গ্রামটির মূল আকর্ষণ হলো এখানকার লামাহাটা পার্ক। যেটি ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্বোধন করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে সরকারি সহায়তায় এই গ্রামটিকে একটি ইকো-পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। চারদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা কে দেখতে দেখতে কখন যে আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝে উঠতে পারবেন না

লামাহাটা
  • 5/8

একদিকে বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল এবং অপর দিকে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য তার সাথে বিভিন্ন রঙিন ফুলের গাছ ও প্রজাপতির সঙ্গে মেঘের ভেলা ইকো-পার্কে বসে মনে হবে আপনি পারিজাতবনে বসে আছেন। এই পার্কে বিভিন্ন স্থানে বসে থাকার জায়গা করা হয়েছে। যেখানে বসে প্রকৃতিপ্রেমীরা মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন।

লামাহাটা
  • 6/8

লামাহাটা পৌঁছাব কীভাবে?

ট্রেনে এনজেপি স্টেশন থেকে, বাসে এলে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে এবং বিমানে এলে বাগডোগরা এয়ারপোর্ট থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে আসতে পারেন । গাড়ি ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন রেট নেওয়া হয়। তবে মোটামুটি ৩৫০০ টাকা গড়ে গাড়িভাড়া পড়বে। এছাড়াও শেয়ার গাড়ি করে লামাহাটা পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে ভাড়া অনেকটা কম পড়বে। এক্ষেত্রে লামাহাটা পৌঁছানোর জন্য দুটি রাস্তা আছে । একটি শিলিগুড়ি  থেকে সেভক হয়ে তিস্তা বাজার, পেশক টি গার্ডেন ধরে লামাহাটা পৌঁছতে পারবেন। অন্য রুটে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে সোনাদা, জোরবাংলো লামাহাটা পৌঁছতে পারবেন। শেয়ার গাড়িতে এলে সব মিলিয়ে খরচ পরবে প্রায় ৪০০-৬০০ টাকা।

লামাহাটা
  • 7/8

কোথায় থাকবেন খরচ কত?

লামাহাটা তে থাকার জন্য মূলত আপনার এখানে হোম স্টে পেয়ে যাবেন এছাড়া ওখানে থাকার জন্য বিভিন্ন হোটেলও রয়েছে। হোমস্টেগুলিতে প্রতিদিনের মাথাপিছু খরচ নেয় ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। এর মধ্য়ে চারবেলা খাওয়া ধরা আছে। অন্যদিকে হোটেলে গেলে রুম ভাড়ার নিয়ম আপনারা সবাই জানেন। এখানে থেকে সিটং, অহলদাড়া ভিউ পয়েন্ট, চটকপুর, দাওয়াইপানি, লেপচাজগত ঘুরে আসতে পারেন। 

Advertisement
লামাহাটা
  • 8/8

 

লামাহাটা ইকো পার্ক

এখানকার মূল আকর্ষণ ইকো পার্কের ভিতরেই পাইনের ঘন জঙ্গল। তার সঙ্গে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড, নানা রকম ফুলের সম্ভার ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইকো পার্কের ভিতরে বসে পা দোলাতে পারারও একটা আলাদা মজা রয়েছে।  একটি পাইন গাছের উপরে তৈরি ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে দাঁড়িয়ে খোলা মেঘমুক্ত আকাশে দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাবেন। ইকো পার্কে উপরের দিকে একটি একটি জলাশয় আছে যা এখানকার বাসিন্দার জন্য খুব পবিত্র আপনারা চাইলে ট্রেক করে সেই জলাশয় টি ঘুরে আসতে পারেন। জলাশয় কাছে পৌঁছানোর জন্য এখানে পাহাড়ের গায়ে পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে যা ঘন পায়নি জঙ্গলে মাঝখান দিয়ে চলে গেছে যারা অ্যাডভেঞ্চারপ্রেমী তারা অবশ্যই এই ঘন এই জঙ্গলে মাঝখান দিয়ে ট্র্যাক করে সেই জলাশয় যাওয়ার রাস্তাটা খুব উপভোগ করবেন। রাস্তার দু’ধারে কোন ঘন পাইনের জঙ্গল এবং সেই ঘন জঙ্গলের ফাঁকফোকর দিয়ে মাঝেমধ্যে উঁকি মারছে সূর্যের কিরণ যা এক আলাদা অভিজ্ঞতার সৃষ্টি করবে।

Advertisement