কলকাতা পেল এক বিশ্বমানের অডিটোরিয়াম। শহরের বুকে এক বিশাল শঙ্খ। আজ অর্থাত্ বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের প্রাক্কালে চোখ ধাঁধানো অডিটোরিয়াম উপহার পেল শহরবাসী। সব ছবি সৌজন্য: মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল
মমতা জানিয়েছেন, ৪৪০ কোটি টাকা খরচ করে এই থ্রি টায়ার ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হয়েছে। শঙ্খ বা শাঁখের আদলে এই অডিটোরিয়াম তৈরি করা হয়েছে।
অডিটোরিয়ামের নকশাটিও পুরোটাই মুখ্যমন্ত্রীর ভাবনা থেকেই নির্মিত। ধনধান্য অডিটোরিয়ামের নির্মাণের দায়িত্ব ছিল পূর্ত দফতরের হাতে। মিনি অডিটোরিয়াম থেকে ব্যাঙ্কোয়েট। স্ট্রিট থিয়েটার কর্নার থেকে মাল্টিপারপাস হল, ৬ তলার এই বিশাল অডিটোরিয়াম আক্ষরিক অর্থেই জমকালো।
পুরো অডিটোরিয়ামটাই লোহার কাঠামো। তার উপর জার্মানি থেকে আনা জিঙ্কের চাদর। রাতে যে আলোর ছটা দেখছেন, তা আনা হয়েছে জাপান থেকে। ৩৩ হাজার রং ফুটে উঠবে আলো জ্বললেই। ২০১৮ সালে শুরু হয়েছিল অডিটোরিয়ামটি তৈরির কাজ। কিন্তু করোনার জেরে দীর্ঘ দিন কাজ বন্ধ ছিল। আজ সেই অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মমতা।
মমতার কথায়, 'গ্রামের গরিব মজুররা এই কাজ করে। কিন্তু কাজ শেষ হয়ে গেলে তাঁদের আর এখানে ঢুকতে দেওয়া হয় না। নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। আমি মুখ্যসচিবকে বলব, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে সব মজুর ও শ্রমিক এই স্টেডিয়াম নির্মাণের সঙ্গে যুক্ত, তাঁদের একদিন এখানে ডেকে এনে সংবর্ধনা দেওয়াও ব্যবস্থা করতে।'