Advertisement
লাইফস্টাইল

Chinese Combo: ৩২৯ টাকায় মুখরোচক ৬ পদ, কলকাতায় মুচমুচে আড্ডার ঠিকানা

  • 1/7

বাঙালির পেট পুজোর জন্য কোনও রকম উৎসব, উপলক্ষের প্রয়োজন হয় না। উঠল বাই, তো কবজি ডুবিয়ে খেতে যাই! আর যদি কোথাও সস্তায় পুষ্টিকর খাবারের খোঁজ পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই!

  • 2/7

বর্তমানের চূড়ান্ত কর্মব্যস্ততায় একটু নিরিবিলিতে বসে আড্ডা দেওয়ার জায়গার বড় অভাব। খালি মুখে তো আর আড্ডা জমে না! তাই মুখ চালাতে চালাতে নিরিবিলি, ছিমছাম আড্ডা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া জরুরি।

  • 3/7

খেতে খেতে আড্ডা দেওয়ার ক্ষেত্রে পকেটের কথাও ভাবতে হবে। অর্থাৎ, পকেটসই দামে খাওয়া-দাওয়া সঙ্গে জমিয়ে আড্ডা! আজ এমনই একটি ঠিকানার খোঁজ দেব, যেখানে পকেটসই দামে ৬-৭ পদ মুখরোচক খাবারের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার মনের মতো পরিবেশ পাবেন।

Advertisement
  • 4/7

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট গোলপার্কে রয়েছে এই মুখরোচক আড্ডা-র ঠিকানা। এখানে মাত্র ৩২৯ টাকায় মুখরোচক ৬ পদের সঙ্গে ঘণ্টা খানেক দু’জনে নিরিবিলি সময় কাটাতে পারবেন।

  • 5/7

এখানে ৩২৯ টাকায় মিলবে চাইনিজ কম্বো। এই কম্বোয় পাবেন ফিশ ফিঙ্গার, ক্রিস্পি চিল্লি বেবি কর্ণ, এগ চিকেন ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, কোল্ড ড্রিঙ্কস, আইস ক্রিম।

  • 6/7

এছাড়াও এখানে পাবেন বাঙালি খাবারের সুস্বাদু কম্বো, যার দাম পড়বে ৩৯৯ টাকা (২ জনের খাবার মতো)। আমপানা, ফিশ ফিঙ্গার উইথ মাস্টার্ড সস, বাসন্তি পোলাও, চিকেন কষা, চাটনি, পাপাড়, রসগোল্লা।

  • 7/7

৩২৯ টাকার চাইনিজ কম্বো বা ৩৯৯ টাকার বাঙালি খাবারের কম্বো নিয়ে ২ জন নিশ্চিন্তে খেতে পারবেন পেট ভরে। অর্থাৎ, মাথাপিছু খরচ মাত্র ১৬৫ টাকা থেকে ২০০ টাকা। ভোজনরসিকদের আড্ডার জন্য এর চেয়ে ‘সস্তা-পুষ্টিকর’ আর কী হতে পারে!


তথ্য, ছবি সৌজন্যে শুভ্রজিৎ নন্দী, দ্য ফুডিজ রিট্রিট।
 

Advertisement