scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Cholesterol Symptoms On Nails : কোলেস্টেরল বেড়েছে, বলে দেয় নখ, কী কী লক্ষণ?

প্রতীকী ছবি
  • 1/5

বর্তমানে কাজের চাপ ও ব্যস্ততার কারণে মানুষের জীবন যাত্রায় প্রভাব পড়ছে। আর খারাপ লাইফস্টাইল কোলেস্টেরল-সহ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ায় মানুষের স্থূলতা ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বেড়ে যায়। 

প্রতীকী ছবি
  • 2/5

কোলেস্টেরল বেড়ে গেলে নখের মধ্যে কিছু লক্ষণ দেখা দেয়। আর সেই লক্ষণগুলি যদি নখে দেখা যায়, তাহলে তা কখনওই অবহেলা করা উচিত নয়। তাহলে চলুন সেই লক্ষণগুলির বিষয়ে জেনে নেওয়া যাক।

প্রতীকী ছবি
  • 3/5

নখ হলুদ হয়ে যাওয়া
শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে মানুষের নখের রং হলুদ হয়ে যায়। এটি শরীরের দুর্বল রক্ত ​​সঞ্চালনকে নির্দেশ করে। একই সঙ্গে, এটির কারণে মানুষের নখের রঙ হলুদ হতে শুরু করে বা নখে ফাটল শুরু করে। শুধু তাই নয়, এটি নখের বৃদ্ধিও বন্ধ করে দেয়।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/5

হাতে ব্যথা
শরীরে প্লাক জমা হলে তা ধমনীগুলোকে আটকে দেয়। যাকে বলা হয় এথেরোস্কলেরোসিস। শরীরে কোলেস্টেরল বাড়লে তা হাতের রক্তনালীগুলোকে আটকে দিতে পারে। যার কারণে হাতে ব্যথা শুরু হয়।
 

প্রতীকী ছবি
  • 5/5

হাতে ঝিঁঝিঁ ধরা
শরীরের কিছু অংশে রক্ত ​​প্রবাহে বাধার কারণে হাতে সুড়সুড়ির মতো অনুভূতি হয়। উচ্চ কোলেস্টেরল এবং স্থূলতার কারণে রক্তের সঠিক প্রবাহ সম্ভব হয় না। এর ফলে হাতে ঝিঁঝিঁ ধরে যায়। তাই, হাতে এই ধরনের কিছু অনুভব করলে কখনওই তা উপেক্ষা করা উচিত নয়। 

আরও পড়ুন - প্রচুর নিয়োগ করছে এই সরকারি ব্যাঙ্ক, কীভাবে আবেদন-শেষ তারিখ

Advertisement