scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Darjeeling : ঝলমলে আকাশে মোহময়ী কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং জমজমাট

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk one
  • 1/12

Darjeeling: মনমাতানো দার্জিলিং (Darjeeling)। ঝলমলে আবহওয়া ঘুরতে যাওয়ার আনন্দ বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। পাহাড়ের প্রেমে পাগল হয়ে গিয়েছেন সকলে। 

আরও পড়ুন: বক্ষ ঢাকা প্রজাপতি দিয়ে! Kate Sharma বলছেন, 'ক্যাচ মি ইফ ইউ ক্যান'

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk two
  • 2/12

গত কয়েকদিন ধরে সেখানকার পারদ নিম্নমুখী। যেন কাঁপছে পাহাড়। আর এর মাঝে যারা এনেক পর্যটক বলছেন, আগে এমন রূপ দেখা যায়নি।

আরও পড়ুন: দুনিয়ায় প্রথম! স্কুল পড়ুয়াদের ব্লাড ডোনার্স ক্লাব, নিউ ব্য়ারাকপুরে

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk three
  • 3/12

গত ৪ দিনে যাঁরা পাহাড়ে ঘুরতে গিয়েছেন, তাঁরাই জানেন কেমন রূপসী হয়ে উঠেছে দার্জিলিং (Darjeeling)। টইগার হিল (Tiger Hill) থেকে সূর্য দেখা হোক বা আশপাশে ঘুরে দেখা, সবাই দেদার আনন্দ পাচ্ছেন। 

আরও পড়ুন: 'কেন্দ্রীয় বাহিনীই চাই', কমিশনের ওপর চাপ বাড়িয়ে দাবি শুভেন্দুর

Advertisement
Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk four
  • 4/12

এদিন দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছিল ১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আরও পড়ুন: কয়েনের ভাঁড়ার উপচে পড়ছে RBI-র, সামাল দিচ্ছে এই উপায়ে

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk five
  • 5/12

আবহাওয়া পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga) অপরূপ সৌন্দর্য উপভোগ করেছেন মানুষ। আর তা দেখে চোখ আটকে গিয়েছে মানুষের।

আরও পড়ুন: রাওয়াতের মৃত্যুতে 'উল্লাস', লালবাজারের ধমকে ডিলিট Facebook পোস্ট

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk six
  • 6/12

দার্জিলিংয়ের ঘুম পর্যটকদের এক অন্যতম আকর্ষণীয় জায়গা। সারা বছরই সেখানে ঠান্ডা বাসা করে রাখে যেন। আর তার সঙ্গী কুয়াশা। 

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk seven
  • 7/12

তবে গত কয়েকদিনে সেই ছবি নেই। রোদ ঝলমলে আকাশ। তবে ঠান্ডা রয়েছে। 

Advertisement
Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk eight
  • 8/12

কলকাতা থেকে ঘুরতে গিয়েছিলেন শ্রিয়া দত্ত। তিনি জানান, এত মোহময়ী রূপে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga)-কে দেখতে পারব, ভাবিনি। আমরা দেখেছি। আর তা দেখে দারুণ লেগেছে। আমরা খুবই উপভোগ করেছি।

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk nine
  • 9/12

আর এক পর্যটক তানিয়া বন্দ্যোপাধ্য়ায় বেজায় উচ্ছ্বসিত। তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘার এই রূপ কখনই ভুলব না। আর টাইগার হিল থেকে সূর্য দেখাও সব সময় মনে থাকবে। আজ এখানে তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস। আমরা এই ঠান্ডা দারুণ উপভোগ করেছি। 
 

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk ten
  • 10/12

এত ভাল আবহাওয়া থাকলে মানুষ তো হইহই উপভোগ করবেন। আর সওয়ার হবেন আনন্দতরীতে। এদিন যেন তেমনই ছবি ধরা পড়ল বাঙালির অতি প্রিয় দার্জিলিংয়ে। 

Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk eleven
  • 11/12

আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, এবার যেন কিছুটা আগে দার্জিলিংয়ে হিমের পরশ লেগেছিল। পাহাড়ে সাধারণত শীত শুরু হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে। কার্শিয়াং, কালিম্পং থেকে কাঞ্চনজঙ্ঘাকে অপরূপ দেখাচ্ছে। 

Advertisement
Darjeeling tourists enjoyed Kanchenjunga from Tiger Hill abk twelve
  • 12/12

এবার একটু এগিয়ে এসেছে ঠান্ডার আগমন। এমন বলছেন সেখানকার মানুষজন। আকশের দিকে তাকালে মন ভাল হয়ে যাবে। যাকে বলে ঝকঝকে-তকতকে। একেবারে তার আদর্শ উদাহরণ। 

Advertisement