scorecardresearch
 
ইউটিলিটি

Room Heater: রুম হিটার কিনছেন? কত ইউনিট বিদ্যুত্‍ খরচ হয়-বিল কেমন আসে?

Room Heater: শীতে ঘরে রুম হিটার চাই? দাম কত, বিদ্যুতের খরচ কত জানেন?
  • 1/6

রাজ্যের ১০ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা দিয়েছে আবাহওয়া দফতর। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় আজ শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে।

Room Heater: শীতে ঘরে রুম হিটার চাই? দাম কত, বিদ্যুতের খরচ কত জানেন?
  • 2/6

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে। আগামী ৪৮ ঘন্টায় শীত আরও জাঁকিয়ে পড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দু'দিন পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। বড়দিনে কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার সামান্য বেশি থাকতে পারে অনুমান আবাহওয়া দফতরের।

Room Heater: শীতে ঘরে রুম হিটার চাই? দাম কত, বিদ্যুতের খরচ কত জানেন?
  • 3/6

শীত কাঁপুনি থেকে বাঁচতে এখন অনেকেই ঘরে রুম হিটার চালানোর কথা ভাবছেন। বিশেষ করে, যাঁদের বাড়িতে বয়স্ক ব্যক্তি বা শিশু রয়েছে, তাঁরা ঠাণ্ডা থেকে বাঁচতে রুম হিটার চালাতে চাইছেন।

Room Heater: শীতে ঘরে রুম হিটার চাই? দাম কত, বিদ্যুতের খরচ কত জানেন?
  • 4/6

ছোট বা মাঝারি মাপের ঘর গরম করার মতো হিটারের দাম কত বা কত ঘণ্টা হিটার চালালে বিদ্যুতের খরচ কত হতে পারে জানেন কি? চলুন এ বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

Room Heater: শীতে ঘরে রুম হিটার চাই? দাম কত, বিদ্যুতের খরচ কত জানেন?
  • 5/6

বাজারে ৪০০ ওয়াট থেকে ১,০০০ ওয়াটের রুম হিটার কিনলেই ছোট বা মাঝারি মাপের ঘর গরম করে নেওয়া যেতে পারে। ৪০০ ওয়াট থেকে ১,০০০ ওয়াটের রুম হিটারের দাম মোটামুটি ৮৫০ টাকা থেকে ১,৫০০ টাকা।

Room Heater: শীতে ঘরে রুম হিটার চাই? দাম কত, বিদ্যুতের খরচ কত জানেন?
  • 6/6

এবার প্রশ্ন হচ্ছে রাতে অন্তত ঘণ্টা ছয়েক চালাতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হতে পারে? ১,০০০ ওয়াটের রুম হিটারের ক্ষেত্রে দৈনিক খরচ মোটামুটি ৫০ টাকা। অর্থাৎ, মাসে বিদ্যুতের খরচ মোটামুটি ১,৫০০ টাকা।