ঘুমের জগতে মানুষ নানা স্বপ্ন দেখে। এই সব স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যায় কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। তবে স্বপ্ন সবাই দেখেন একথা সত্যি। ঘুমের মধ্যে দেখা স্বপ্ন কারও মনে থাকে কেউ আবার ভুলেও যান।
মনোবিজ্ঞানীদের মতে, আমাদের মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছে থাকে, যেগুলো আমরা কাউকে বলতে পারি না, সেগুলিই স্বপ্নে ধরা দেয়। বা সারাদিন মানুষ যেগুলি ভাবে অথচ অন্য কাউকে বলতে পারে না, সেগুলিও স্বপ্নে আসতে পারে।
বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা আলাদা আলাদা। যেমন অনেকেই স্বপ্নে দেখেন, তিনি কারও সঙ্গে সেক্স করছেন। বা ঘনিষ্টভাবে সময় কাটাচ্ছেন। এর কারণ কী? মনোবিদরা বলেন, এর প্রধান কারণ হল, সেই মহিলা বা পুরুষ আসলে একাকীত্বে ভোগেন।
অনেকে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে যদি দেখেন স্বপ্নে, তাহলে বুঝবেন, আপনার বর্তমান যৌন জীবনের থেকে ফেলে আসা যৌন জীবন আপনাকে অনেক বেশি সুখ দিত। সেই কারণে আপনি প্রাক্তনকে নিয়ে স্বপ্ন দেখছেন।
আবার যদি বিয়ের ঠিক আগে অন্য কারও সঙ্গে সেক্স করতে দেখেন, তা হলে তা জীবনের আসন্ন পরিবর্তন সম্পর্কে প্রতিক্রিয়া ছাড়া কিছু নয়।
তবে মনোবিদরা এও বলছেন, এই সব স্বপ্ন দেখে চিন্তিত হওয়ার কিছু নেই। এই সব স্বপ্নের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।