scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Father : পৃথিবীর কোন দেশে বাবাকে ডাকা হয় কী নামে? জানুন মজার মজার সব নাম

Father how to say that in different languages abk বাবা
  • 1/12

যে কোনও মা-বাবার স্বপ্ন থাকে তাঁদের সন্তান যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। সে লেখাপড়া শিখবে, সমাজে প্রতিষ্ঠা করে নেবে নিজেকর জায়গা। কখনও কোন খারাপ কাজ করবে না।

Father how to say that in different languages abk পিতা
  • 2/12

সন্তান জন্ম দেওয়ার সময় গর্ভধারণের সময় মা নিঃসন্দেহে সবথেকে বেশি কষ্ট সহ্য করেন। তবে তার লেখাপড়ার ব্যবস্থা জামাকাপড়ের যোগান বা কোনও অসুস্থতা হলে দৌড়াদৌড়ি, ছুটাছুটি সবই করতে হয় তাদের মা-বাবাকে। তাঁদের কোনও তুলনা নেই, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। 

Father how to say that in different languages abk আব্বা
  • 3/12

সন্তানকে বড় করে তুলতে বাবারা যেন চুপিসাড়ে কাজ করেন। কত যে আত্মত্যাগ তাঁদের করতে হয়, তার ঠিক নেই। সন্তানকে একটি খেলনা বানান নতুন জামাকাপড় তুলে দেওয়ার জন্য নিজের অপূর্ণই থেকে যায়। সে কথা উচ্চারিত হয় না। 

Advertisement
Father how to say that in different languages abk one
  • 4/12

সন্তান ছোট থাকলে সে কথা বোঝে না ঠিকই। কিন্তু পরবর্তীকালে সে বুঝতে পারে তাকে বড় করে তুলতে তার বাবা কি কষ্টটাই না করেছেন। 
 

Father how to say that in different languages abk two
  • 5/12

বাবাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। এক একটা ভাষায় তাকে ডাকা হয় এক এক নামে।  কোন দেশে বা কোন ভাষায় বাবাকে কি নামে ডাকা হয়, জেনে নিই চট করে।

Father how to say that in different languages abk three
  • 6/12

ইংরেজি অন্যতম জনপ্রিয় ভাষা। ইংরেজিতে বাবাকে বলা হয় ফাদার, ড্যাড, ড্যাডি, পাপা, পপা, পপ নামে। হিন্দিতে বাবাকে ডাকা হল পিতাজী বলে। জার্মান ভাষায় তা হল ফ্যাট্যা। ড্যানিশে বাবা হল ফার।

Father how to say that in different languages abk four
  • 7/12

বাংলায় বলা হয় বাবা। তবে আরও অনেক নামেও বাবাকে ডাকা হয়। যেমন আব্বা, ড্যাডি, পাপ্পা, পাপা।

Advertisement
Father how to say that in different languages abk five
  • 8/12

বাংলায় আরও আছে। যেমন বাপজান, বাজান, আব্বু বা বুবাই।

Father how to say that in different languages abk seven
  • 9/12

চীনা ভাষায় বাবাকে বলা হয় বা, আবার আফ্রিকান ভাষায় তা দাঁড়ায় ভাদের। কানাডায় পাপা।

Father how to say that in different languages abk eight
  • 10/12

জাপানিরা বাবাকে ডাকেন ওতোসান বলে। পূর্ব আফ্রিকার বাসিন্দারা বাবাকে বাবা বলেই ডাকেন।

Father how to say that in different languages abk nine
  • 11/12

আর হাঙ্গেরিয়ান ভাষায় বাবার নাম হল পাপা। এছাড়া সেখানে আরও কয়েকটি প্রতিশব্দ রয়েছে। সেগুলি হল আপা, আপু, এদেসাপা।

Advertisement
Father how to say that in different languages abk ten
  • 12/12

ফিলিপনো ভাষায় কেউ যদি তাতেই বলেন, বুঝে নিতে হবে কেউ তাঁর বাবাকে ডাকছেন। এছাড়া তেয়, আমা বলেও সেখানে বাবাকে ডাকা হয়।

Advertisement