Advertisement
লাইফস্টাইল

Gardening Tips: কম খরচে দারুণ বাগান হবে, রইল সহজ টিপস

গাছ সবার হাতে
  • 1/10

গাছ সবার হাতে হয় না। অনেকেই এটা বলে থাকেন। আপনিও কি তাই মনে করেন?

গাছ করার
  • 2/10

আসলে এমন কোনও ব্যাপার নেই। গাছ করার কিছু অতি সাধারণ নিয়ম রয়েছে। সেটি জানা থাকলে যে কোনও গাছ করতে পারবেন।

টবে করুন
  • 3/10

টবে করুন বা মাটিতে, কোনও গাছই গোড়ায় জল বসা পছন্দ করে না। তাই সেই বিষয়ে নজর দিন।

Advertisement
ভাল মানে
  • 4/10

ভাল মানের মাটির পিছনে খরচ করুন। নিজে মাটি বানাতে না পারলে নার্সারি থেকে কিনুন। এমন মাটি, যাতে জল বসবে না।

টবে গাছ
  • 5/10

টবে গাছ করলে, তলায় গর্ত থাকা আবশ্যিক। টবের নিচে ১-২ ইঞ্চি নুড়ি-পাথর দিন।

 মাটি দিন
  • 6/10

এরপর মাটি দিন ও গাছ বসান। জল দিন। জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন অতিরিক্ত জল নিচ দিয়ে বের হয়ে যায়।

গাছ বসানোর
  • 7/10

গাছ বসানোর পর ৪ দিন ছায়ায় রাখবেন। সঙ্গে সঙ্গেই রোদে বের করে দেবেন না।

Advertisement
কেনার আগে
  • 8/10

গাছ কেনার আগে, তার কেমন রোদ-জল লাগে অবশ্যই জানুন। বেশিরভাগ ফুল-ফলের গাছের দিনে ৬-৭ ঘণ্টা সরাসরি রোদ প্রয়োজন।

বাগান
  • 9/10

বাগান, বারান্দায় রোদ কম হলে ইন্ডোর প্ল্যান্ট করুন। সেগুলিও কম সুন্দর নয়।

 অতিরিক্ত সার
  • 10/10

অতিরিক্ত সার দেবেন না। এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। দুই মাসে একবার অল্প সার দিলেই যথেষ্ট।

Advertisement