scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Eid 2021: বিরিয়ানি থেকে হালিম এই পদগুলি ঈদের মেনুতে থাকা মাস্ট!

Eid special food
  • 1/11

আজ খুশীর ঈদ। ভারতবর্ষের সকলে মুসলমান ধর্মের মেতে উঠেছেন বিশেষ এই উৎসবে। 

Eid special food
  • 2/11

একমাসব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর আসে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব খুশীর ঈদ বা ঈদ-উল-ফিতর।

Eid special food
  • 3/11

ঈদ মানেই বিশেষ নামাজ, কোলাকুলি করে মোবারক জানানো সকলকে, নতুন জামাকাপড়, নাচ-গান, আড্ডা আর খাওয়া -দাওয়া। সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করেন এই উৎসব। 

Advertisement
Eid special food
  • 4/11

চাঁদ রাত, অর্থাৎ ঈদের আগের দিন থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় রান্নাবান্না। এদিনের মেনুতে প্রায় সব বাড়িতেই নানা পদ থাকলেও কয়েকটি বিশেষ রান্না ছাড়া ঈদ ভাবাই যায় না। জানেন কী কী?
 

Eid special food
  • 5/11

বিরিয়ানি 

দেশের যে কোনও প্রান্তেই বিরিয়ানি জনপ্রিয়। এই মুঘল খাবার পছন্দ করেন না, এরকম খুব কম মানুষই আছেন। স্থান ও পছন্দ বিশেষে রকমারি বিরিয়ানি তৈরি হয় ঈদে। 
 

Eid special food
  • 6/11

লাচ্ছা পরোটা 

সব মুসলমান বাড়িতেই ঈদের দিন লাচ্ছা পরোটা হয়। এই বিশেষ পরোটায় অনেকগুলি স্তর থাকে। মাংস বা সেমাইয়ের সঙ্গে এর স্বাদ একেবারে আলাদাই লাগে। 

Eid special food
  • 7/11

কাবাব 

ঈদের আরও একটি গুরুত্বপূর্ণ মুঘল খাবার হল কাবার। শিক, বটি, রেশমি, গলৌটি, টিক্কা কিংবা আরও ভিন্ন ধরণের কাবাব তৈরি করা হয় এই বিশেষ উৎসবে। 
 

Advertisement
Eid special food
  • 8/11

হালিম 

ঈদের একটা বিশেষ আকর্ষণ হল হালিম। ভিন্ন ধরণের মাংস ও আরও নানা উপকরণ দিয়ে তৈরি এক বিশেষ ডাল জাতীয় এই পদ খুবই স্বুসাদু ও উপকারী।   

Eid special food
  • 9/11

 দুধ সেমাই / লাচ্ছা সেমাই   

উৎসব মানেই মিষ্টি মুখ। আর ঈদ তা থেকে বাদ যায় না। এই উৎসবের খুব পরিচিত এবং আবশ্যিক একটা পদ হল সেমাই। যেটি বাড়ি বিশেষে তৈরি হয় নানা উপকরণ দিয়ে। 
 

Eid special food
  • 10/11

জর্দা সেমাই

ঈদে আরও এক রকমের সেমাই খুব জনপ্রিয়। তা হল জর্দা সেমাই বা শুকনো সেমাই। জিভে জল আনা এই মিষ্টি বানানোও খুব সহজ। 

Eid special food
  • 11/11

ফিরনি

মূলত পারস্যের খাবার হলেও এটি ভারতে প্রথম নিয়ে আসেন মুঘলরাই। ভারতের এই মিষ্টি ঈদেও খুব জনপ্রিয়।  

Advertisement