scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

হাত থেকে বারবার পড়ছে নুনের কৌটো কিংবা দুধ? ইঙ্গিত কিন্তু ভালো নয়

প্রতিদিনের
  • 1/6

প্রতিদিনের তাড়াহুড়োয় আমাদের হাত থেকে কত কিছুই না পড়ে যায়। সেসব বিষয়ে আমরা খেয়ালও রাখি না। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু জিনিস হাত থেকে পড়ে গেলে তা অমঙ্গলের ইঙ্গিত বয়ে আনে। এই জিনিসগুলি পড়ে যাওয়া হতে পারে অমঙ্গলের ইঙ্গিত। আপনার সঙ্গে এমন কিছু ঘটলে, তাই আগে থেকে সাবধান হন। 
 

জ্যোতিষ মতে
  • 2/6

জ্যোতিষ মতে, হাত থেকে দুধ পড়ে গেলে তা বড়সড় অমঙ্গল বয়ে আনতে পারে। সংসারে ঝগড়া, অশান্তি দেখা দিতে পারে। পরিবারের মধ্যে মিলমিশ না থাকলে এরকম ঘটনা ঘটে থাকে।
 

বারবার
  • 3/6

বারবার হাত থেকে নুনের কৌটো পড়ে যাচ্ছে? জ্যোতিষ মতে, তা অর্থনৈতিক সংকটের ইঙ্গিত। সময় থাকতে সতর্ক হয়ে যান।
 

Advertisement
জ্যোতিষশাস্ত্রে
  • 4/6

জ্যোতিষশাস্ত্রে হাত থেকে গোলমরিচ পড়ে যাওয়াকে অমঙ্গল বলে মনে করা হয়। পরিবারের কারও অসুস্থতার খবর বয়ে আনতে পারে।
 

যেকোনও
  • 5/6

যেকোনও দানাযুক্ত শস্য হাত থেকে পড়ে গেলে ঘোর অমঙ্গল হতে পারে। এতে দেবী অন্নপূর্ণার অমঙ্গল হয় বলে জ্যোতিষশাস্ত্র বলে। এরফলে অর্থসংকট, খাদ্যের অভাব দেখা দিতে পারে।
 

তাই
  • 6/6

তাই, এরকম কিছু অশুভ কিছু ঘটার আগেই সাবধান হোন। যেকোনও কাজে মনোযোগ দিন। একাগ্রহতা বাড়ান।

Advertisement