scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Forhead Line Speaks The Whole Life: কপালের রেখাতেই লুকিয়ে গোটা কেরিয়ার, কোন রেখায় কী লেখা থাকে?

ললাট লিখন
  • 1/8

আমরা প্রায়ই আমাদের কপালের লিখন এর সঙ্গে ভাগ্য জড়িয়ে থাকে বলে শুনেছি। লোকেরা বলে যে মাথায় থাকা রেখায় মানুষের ভাগ্য নির্ভর করে। কিন্তু আপনি কি জানেন যে মাথার সমস্ত রেখা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে? আসুন আমরা জেনে নি এ বিষয়ে।

ললাট লিখন
  • 2/8

ধনসম্পত্তির সঙ্গে জড়িত প্রথম দাগ

কপালের উপরের প্রথম দাগ, এই মাথার কাছাকাছি থাকে। সেটি ধনসম্পত্তির দাগ। এই দাগ যত পরিষ্কার হবে এবং স্পষ্ট হবে ততই আর্থিক বৃদ্ধি হবে। এই দাগ কাটা থাকলে বা ছোট থাকলে বারবার আর্থিক পরিস্থিতিতে উত্থান পতন দেখা যায়। অনেকের প্রথমে তেমন দাগ থাকলেও পরের দিকে সে দাগ আস্তে আস্তে ছোট হয়ে যায়, আবার অনেকের প্রথম দিকে তেমন দাগ না থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাগ স্পষ্ট হয়। তার মানে তাদের আর্থিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে।

ললাট লিখন
  • 3/8

স্বাস্থ্যের সঙ্গে জড়িত দ্বিতীয় দাগ

মাথার কাছ থেকে দ্বিতীয় দাগটি থাকে, সেটি স্বাস্থ্যর সঙ্গে সম্বন্ধিত থাকে। এই দাগ গাঢ় এবং পরিষ্কার হলে ব্যক্তির স্বাস্থ্য ভালো থাকে। পাতলা এবং হালকা হলে রুগ্ন থাকার সম্ভাবনা বাড়তে থাকে। এই দাগ কাটা বা উপর নিচে হলে লম্বা সময় পর্যন্ত চলতে থাকা ক্রনিক রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

Advertisement
ললাট লিখন
  • 4/8

ভাগ্যের সঙ্গে জড়িত তৃতীয় দাগ

মাথার উপর থেকে নীচের দিকে তৃতীয় যে দাগটি থাকে, সেটি ভাগ্যের সঙ্গে জড়িত থাকে। এমন দাগ কম লোকের মাথায় পাওয়া যায়। ছোট হলেও যদি এই দাগ মাথায় থাকে, তাহলে সেই ব্যক্তি ভাগ্যবান হন। একসঙ্গে তিনটি সোজা দাগ মাথায় থাকা ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হন।

ললাট লিখন
  • 5/8

উত্থান-পতনের সঙ্গে জড়িত দাগ বা রেখা

উপর থেকে চতুর্থ এই দাগ মানুষের মাথাতে কম থাকে। কিন্তু যদি থাকে, তাহলে জীবনে উত্থান-পতন প্রচুর ঘটতে থাকে। জীবনের ২৬ বছর থেকে ৪০ বছর পর্যন্ত উত্থান-পতন এবং সংঘর্ষের পর এমন লোক অত্যন্ত সফল হন। সাধারণভাবে এই ধরণের লোক-চল্লিশ বছরের পরে অত্যন্ত সাফল্য লাভ করেন এবং ধীরে ধীরে সম্পত্তি তৈরি করতে থাকেন।

ললাট লিখন
  • 6/8

কেমন এই পঞ্চম দাগ

সাধারণভাবে ৫ নম্বর দাগ যদি মাথায় থাকে, মনে হয় যে অনেক দাগ আছে, এভাবে অনেক দাগের ব্যক্তি অত্যন্ত উদ্বিগ্ন থাকেন। সাফল্য এবং ধন সম্পতি যতই থাক না কেন, জীবনে সুখ শান্তি থাকে না। কোনও না কোনও কারণে পরিবার বা আশপাশে ঘটে যায়, জন্য তাকে ব্যতিব্যস্ত থাকতে হয়। এমন ধরণের লোক কখনও কখনও সব কিছু ত্যাগ করে বৈরাগ্যেরও চলে যান।

ললাট লিখন
  • 7/8

ষষ্ঠ দাগের মানে কি?

নাকের সোজা ওপরে যাওয়া যে দাগ, সেটি দৈব দাগ বলে মনে করা হয়। এই রেখা দেখা গেলে যে ব্যক্তি পূর্ব জন্মের শুভ সংস্কারের সঙ্গে জীবন যাপন করেছে এবং তার ওপর দৈব কৃপা রয়েছে। সাধারণভাবে এমন দাগওয়ালা লোক আচমকা আশ্চর্যজনকভাবে উন্নতি করে ফেলেন। তারা দেখবেন রাতারাতি কোটিপতি বা খুব গরীব থেকে খুব বড়লোক বা ব্যর্থ থেকে সফল হয়ে ওঠেন।

Advertisement
ললাট লিখন
  • 8/8

মাথার দাগ বা রেখা থাকলেও তার প্রতিকার করা যায়। কেউ চাইলে জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন ও দোষ কাটাতে পারেন। তবে একেবারে দোষ কাটানো সম্ভব হয় না। তবে প্রভাব ফিকে বা হালকা করা যায়।

Advertisement