scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Garlic Side Effects : শরীরে এই ৩ সমস্যা থাকলে দাঁতেও কাটবেন না রসুন

রসুন
  • 1/5

রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রসুন শুধু সবজিই নয়, এটি একটি ভেষজ, যা সারা বিশ্বে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য হিসাবে পরিচিত। এটি বড় বড় রোগও নিরাময় করার ক্ষমতা রাখে। 

রসুন
  • 2/5

কিন্তু অনেক গুণাগুণ থাকার সত্ত্বেও কিছু মানুষের জন্য রসুন খাওয়া ক্ষতিকর। কারণ রসুন খেলে সেই সমস্ত মানুষদের শরীরের ক্ষতি হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কাদের রসুন খাওয়া উচিত নয়। 
 

রসুন
  • 3/5

ডায়াবেটিস থাকলে
ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত রসুন খাওয়া এড়িয়ে চলতে হবে। কারণ অতিরিক্ত রসুন খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক। কারণ এটি অতিরিক্ত পরিমাণে খেলে তাঁদের রক্তে শর্করার মাত্রা কমে যায়। যার কারণে রোগীকে সমস্যায় পড়তে হতে পারে।

Advertisement
রসুন
  • 4/5

যকৃতের সমস্যা থাকলে
যাঁদের লিভার, অন্ত্র বা পাকস্থলীর সমস্যা আছে তাঁদের রসুন খাওয়া উচিত নয়। আর যদি তাঁরা রসুন খান, তাহলেও পরিমান কমিয়ে দেওয়া উচিত। কারণ আপনি যদি লিভারের রোগে ভোগেন, তাহলে রসুনে পাওয়া কিছু উপাদান লিভার নিরাময়ের ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করে। যার কারণে সমস্যা বেড়ে যায়।

রসুন
  • 5/5

সাম্প্রতিক অস্ত্রোপচার হলে
যাঁদের অস্ত্রোপচার হয়েছে তাঁদের রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ রসুনকে প্রাকৃতিক ব্লাড থিনার বলা হয়। অর্থাৎ এটি রক্ত ​​পাতলা করার কাজ করে, তাই যাঁদের সম্প্রতি অপারেশন হয়েছে তাদের এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন - SBI-সহ ৬ ব্যাঙ্কে দারুণ FD স্কিম, মিলতে পারে ৯.৫০% পর্যন্ত সুদ

Advertisement