Advertisement
লাইফস্টাইল

Happy New Year 2021: টাকা আসবে দেদার! নতুন বছরে এই জিনিসগুলি আজই বাড়ি থেকে বের করুন

  • 1/8

আসছে ২০২১। নতুন বছর যাতে শুভ যায় তাঁর জন্য নানা মানুষের নানা পরিকল্পনা ও সংকল্প। এমন কিছু জিনিষ আছে যেগুলি নতুন বছরের আগে ঘর থেকে ফেলে দেওয়াই ভাল। তাতে খুব সহজেই ধরা দেয় সুখ সমৃদ্ধি। 
 

  • 2/8

ভাঙা আসবাবপত্র - শোনা ঘায় ঘরে ভাঙা খাট বা পালঙ্ক থাকলে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। যদি চান নতুন বছরে জীবনসঙ্গীর সঙ্গে আনন্দে থাকতে তাহলে ঘর থেকে ভাঙা ফার্নিচার দূর করুন। 
 

  • 3/8

বিকল ঘড়ি - যদি বাড়িতে বিকল ঘড়ি থাকে তবে কখনই তা রাখবেন না। বন্ধ ঘড়ি নেতিবাচক শক্তির জন্ম দেয়। যদি চান যে নতুন বছরে কোনও কাজ না আটকাক তাহলে অবশ্যই বন্ধ ঘড়ি ফেলে দিন। 
 

Advertisement
  • 4/8

বিকল ইলেকট্রনিক সামগ্রী - বাড়িতে খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক সামগ্রী আছে? তাহলে এখনই ফেলে দিন। কারণ এতে নেতিবাচকতা তৈরি হয়। 
 

  • 5/8

ভাঙা মূর্তি - নতুন বছরকে স্বাগত জানানোর আগে বাড়ির ঠাকুর ঘর ভাল করে পরিস্কার পরিচ্ছন্ন করুন। ভাঙা মূর্তি থাকলে রাখবেন না। ভাঙা মূর্তি বাড়িতে থাকা অশুভ হিসেবে ধরা হয়। 
 

  • 6/8

ভাঙা বাসন - বাড়িতে ভাঙা বাসন থাকলে তা ফেলে দিন। কারণ মনে করা হয় বাড়িতে ভাঙা বাসন থাকা অশুভ।  
 

  • 7/8

ছেঁড়া জুতো - নতুন বছরের আগে ঘরবাড়ি পরিস্কারের সময় অবশ্যই ছেঁড়া জুতো ও চটি থাকলে তা ফেলে ফেলে দিন। ছেড়া চটি জুটো বাড়িতে নেচিবাচকতা ও দুর্ভাগ্যকে বয়ে নিয়ে আসে। 
 

Advertisement
  • 8/8

ভাঙা কাঁচ - বাড়িতে যেকোনও ভাঁচা কাঁচ থাকলে তা ফেলে দিন। ভাঙা কাঁচ বাস্তু দোষ নিয়ে আসে এবং মানসিক চাপ বাড়ে। 
 

Advertisement